Motorola Smartphones: আজ অর্থাৎ ৩০ মে, ২০২৪, বৃহস্পতিবার ভারতে লঞ্চ হওয়ার কথা মোটো জি০৪এস ফোনের (Moto G04s)। মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন আনুষ্ঠানিক ভাবে দেশে লঞ্চ হওয়ার আগে জেনে নিন তার সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য। এর আগে ভারতে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল মোটো জি০৪ ফোন (Moto G04)। তারই আপগ্রেডেড ভার্সান হিসেবে ভারতে আসছে মোটো জি০৪এস ফোন। 


ভারতে মোটো জি০৪এস ফোনের দাম কত হতে পারে, কোথা থেকে কেনা যাবে এই ফোন 


ভারতে লঞ্চের পর মোটো জি০৪এস ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে, এটা নিশ্চিত ভাবেই জানা গিয়েছে। টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে আভাস দিয়েছেন, ভারতে মোটো জি০৪এস ফোনের বিক্রি শুরু হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, অর্থাৎ লঞ্চের কিছুদিন পর থেকে। এখনও মোটোরোলা সংস্থা এই ফোনের আনুষ্ঠানিক দাম ঘোষণা করেনি। তবে ১০ হাজার টাকার কম হবে বলেই অনুমান। কারণ মোটো জি০৪ ফোন ভারতে ৮ হাজার টাকা কম দামে লঞ্চ হয়েছিল। তার আশপাশেই মোটো জি০৪এস ফোনেরও দাম থাকবে বলে অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি০৪ ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ভারতে ছিক ৬৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম লঞ্চের সময় দেশে ছিল ৭৪৯৯ টাকা। শোনা যাচ্ছে, এই একই দাম মোটো জি০৪এস ফোন ভারতে লঞ্চ হতে পারে। 


মোটো জি০৪এস ফোনে কী কী ফিচার থাকতে পারে 



  •  এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

  • অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে পরিচালিত হতে পারে মোটো জি০৪এস ফোন। এছাড়াও এই ফোনে থাকতে পারে Dolby Atmos অডিও সাপোর্ট।

  • ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে মোটো জি০৪এস ফোনে। তার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এই স্ক্রিনের উপর কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকতে পারে। 

  • মোটো জি০৪এস ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ওজন হতে পারে ১৭৮.৮ গ্রাম। আর ফোন ৭.৯৯ মিলিমিটার পুরু হতে পারে। 

  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের একটিই রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যেখানে এআই প্রযুক্তি যুক্ত থাকার কথা রয়েছে। এর সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। এই ফ্ল্যাশ লাইটে পোর্ট্রেট মোড এবং অটো নাইট ভিশনের সাপোর্ট থাকতে পারে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে পোকো-র নতুন ফোন, মাঝারি রেঞ্জের এই মডেলে কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।