Motorola Smartphones: মোটোরোলা সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে নতুন একটি স্মার্টফোন (Motorola Phones)। সোশ্যাল মিডিয়ায় একথা প্রকাশ করলেও কোন ফোন লঞ্চ হবে কিংবা কবে লঞ্চ হবে তা জানায়নি মোটোরোলা সংস্থা। তবে মোটোরোলা সংস্থার আসন্ন ফোন সম্পর্কে একটি তথ্য জানা গিয়েছে। বলা হচ্ছে, এটি মোটোরোলার 'স্লিমেস্ট' ফোন (Worlds Slimmest Phone) হতে চলেছে। বলা হচ্ছে, মোটোরোলা সংস্থা সম্ভবত ভারতে লঞ্চ করতে চলেছে মোটোরোলা এজ ৫০ নিও ফোন। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর। গতবছর লঞ্চ হয়েছিল মোটোরোলা এজ ৪০ নিও ফোন। তারই সাকসেসর ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ নিও। 


লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা যে বিশ্বের 'স্লিমেস্ট' অর্থাৎ সবচেয়ে সরু-পাতলা ফোন লঞ্চ করতে চলেছে সেই আভাস দিয়েছেন টিপস্টার মুকুল শর্মাও। ভারতে লঞ্চের পর মোটোরোলার এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটরোলার আসন্ন এই ফোনে মিলিটারি গ্রেড ডিউরেবেলিটি, MIL-STD-810 রেটিং থাকবে বলে জানা গিয়েছে। এর অর্থ হল ফোন যদি আচমকা হাত থেকে পড়ে যায়, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, আর্দ্রতা, কম্পন- এইসব পরিস্থিতিতে ফোন সঠিক রাখতে সাহায্য করে। 


মোটোরোলা এজ ৫০ নিও ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই স্ক্রিনের উপর গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকার কথা রয়েছে। এছাড়াও মোটোরোলা এজ ৫০ নিও ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ নিও ফোন। 


কিছুদিন আগে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৮৫ ৫জি ফোন। মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপএট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর পাশাপাশি মোটোরোলা 'জি' সিরিজের এই ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


আরও পড়ুন- ফোল্ডেবল আইফোন ! কবে লঞ্চ হতে পারে ? এতদিনে কী কী জানা গিয়েছে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।