Moto X30 Pro: মোটোরোলার (Motorola) বেশ কয়েকটি ফোন পরপর লঞ্চ হচ্ছে চিনে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন Moto Razr 2022 আজ অর্থাৎ ১১ অগস্ট লঞ্চ হয়েছে। একইদিনে চিনে লঞ্চ হয়েছে মোটোরোলা এক্স৩০ প্রো (Moto X30 Pro)। এই ফোনে রয়েছে কার্ভড রেয়ার প্যানেল। ফোনের ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি পাঞ্চ হোল কাট আউট। সেখানে সেট রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও মোটো এক্স৩০ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
মোটো এক্স৩০ প্রো ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৬০০ টাকা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৪৯,৫০০ টাকায়। আর টপ ভ্যারিয়েন্ট ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।
মোটো এক্স৩০ প্রো ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৭৩ ইঞ্চির pOLED ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
- মোটো এক্স৩০ প্রো ফোনে একটি স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর রয়েছে। এর সঙ্গে প্রায় ১২ জিবি র্যাম এবং প্রায় ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- মোটোরোলার এই ফোনের রেয়ার ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। এর পাশাপাশি মোটো এক্স৩০ প্রো ফোনে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- মোটো এক্স৩০ প্রো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনে ৫০ শতাংশ চার্জ হতে প্রায় ৭ মিনিট আর ১০০ শতাংশ চার্জ হতে প্রায় ১৯ মিনিট সময় লাগবে। ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে।
Moto Razr 2022
মোটোরোলার নতুন স্মার্টফোন Moto Razr 2022 লঞ্চ হয়েছে চিনে। এটি একটি ফোল্ডেবল ফোন। মোটোরোলার নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির একটি OLED মেন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর পাশাপাশি তুলনায় ছোট ২.৭ ইঞ্চির একটি আউটার ডিসপ্লেও রয়েছে এই ফোনে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ এবং MyUI 4.0 সাপোর্ট রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন