Cartwheel Galaxy: মহাকাশের অবিশ্বাস্য কিছু ছবি এর মধ্যেই আমাদের সামনে তুলে ধরেছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ (James Webb Space Telescope)। সেই ট্রেন্ডই বজায় রেখেছে সুবিশাল এই টেলিস্কোপ। সম্প্রতি একটি Cartwheel Galaxy- র ছবি শেয়ার করেছে জেমস ওয়েব টেলিস্কোপ। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে মার্কিন স্পেস এজেন্সি নাসা। দীর্ঘ সময় এবং বিপুল পরিমাণ ধূলিকণার মধ্যে দিয়ে অতিক্রম করে তবেই এই দুর্দান্ত ছবি ক্যাপচার করতে সক্ষম হয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। জানা গিয়েছে, যে Cartwheel Galaxy- র ছবি প্রকাশ্যে এসেছে তা পৃথিবী থেকে প্রায় ৫০০ মিলিয়ন আলোকবর্ষ দূরে Sculptor নক্ষত্রপুঞ্জে অবস্থিত। Cartwheel Galaxy বা ছায়াপথটির এ হেন আকৃতির কারণ হল দুটো ছায়াপথের মধ্যে প্রবল সংঘর্ষ।


কার্টহুইল আকৃতির এই ছায়াপথের কেন্দ্র থেকে দুটো বলয় প্রসারিত হতে দেখা গিয়েছে। পুকুরে ঢিল ছুড়লে যেমন রঙ বা বলয় আকৃতিতে জল প্রসারিত হয়, এখানেও অনেকটা তেমনই হয়েছে বলে বিবৃতি দিয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি। এই দুই স্পেস এজেন্সি আরও জানিয়েছে যে, Cartwheel Galaxy-র কেন্দ্রে একটি সাদা রঙের বলয় রয়েছে। আর বাইরের বলয়ের অংশে অনেক রঙের spoke দেখা গিয়েছে। মহাবিশ্বে প্রায় ৪৪০ মিলিয়ন বছর ধরে এই বলয় প্রসারিত হচ্ছে। বাইরের অংশের বলয় প্রসারিত হলে তা গ্যাসে পরিণত হয় এবং নতুন নক্ষত্রের স্ফুলিঙ্গ গঠনের সহায়ক হয়।


 






প্রসঙ্গত উল্লেখ্য, হাব্বল স্পেস টেলিস্কোপ এর আগে বলয় আকৃতির ছায়াপথের ছবি প্রকাশ করেছে। বিরল ওই ছায়াপথ আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতোই মনে করা হয়েছিল। তবে পরবর্তীতে ওই ছায়াপথে এসে ধাক্কা মেরেছিলেন তুলনায় ছোট আর একটি ছায়াপথ। জেমস ওয়েব টেলিস্কোপ এই বলয় আকৃতির ছায়াপথের ছবি প্রকাশ করার ক্ষেত্রে নব্য সদস্য। ২০২১ সালের ডিসেম্বর মাসে এই টেলিস্কোপ লঞ্চ করা হয়েছিল। গত মাসে সাধারণ মানুষের সামনে প্রথম ছবি (টেলিস্কোপে তোলা) প্রকাশ করেছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আগামী দিনে মহাবিশ্বের আরও অনেক অজানা রহস্যের উন্মোচন করবে এই টেলিস্কোপ, সেই ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা।


আরও পড়ুন- বামন গ্রহের গায়ে রামধনু রংয়ের ছটা! এলোমেলো পর্বত, উপত্যকা মিলিয়ে প্লুটোর অপরূপ ছবি তুলে ধরল নাসা