Netflix: ভারতীয় ইউজারদের জন্য দুঃখের খবর। বন্ধ হল নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার (Netflix Password Sharing) করার সুবিধা। বিশ্বের বেশ কিছু দেশে এর আগেই এই পরিষেবা বন্ধ করেছিল নেটফ্লিক্স (Netflix) কর্তৃপক্ষ। এবার ভারতেও বন্ধ হল নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং। ২০ জুলাই থেকে ভারতে বন্ধ হয়েছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং পরিষেবা। চলতি বছর শুরুর দিকে আমেরিকাতেও এই ফিচার বন্ধ করেছিল নেটফ্লিক্স। এরপর গত মে মাসে ১০০-র বেশি দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভারতে যে সমস্ত নেটফ্লিক্স ইউজার বিভিন্ন বাড়িতে থেকে একই পাসওয়ার্ডের সাহায্যে অ্যাকাউন্টে লগ-ইন করেন তাঁদের কাছে আপাতত একটি ইমেল যাবে। সেখানে বিস্তারিত ভাবে সমস্ত বিবরণ নেওয়া থাকবে।
একই হাউসহোল্ড বা বাড়িতে ব্যবহার করা যাবে একটি অ্যাকাউন্ট
একই পাসওয়ার্ড দিয়ে একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করতে পারবেন একটি হাউসহোল্ড অর্থাৎ একটি বাড়িতে। ওই নির্দিষ্ট বাড়ির বাইরে যাঁরা এতদিন একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ব্যবহার করছিলেন, তাঁরা এবার থেকে আর সেটা করতে পারবেন না। একটি হাউসহোল্ডের বাইরে একই নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে প্রাইমারি ইউজারকে নেটফ্লিক্সের তরফে বলা হবে প্রোফাইল ট্রান্সফার করা যাবে। অর্থাৎ ফ্রেশ অ্যাকাউন্ট এবং সাবস্ক্রিপশন হবে।
কীভাবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করবে নেটফ্লিক্স? কীভাবেই বা বন্ধ করা হবে পাসওয়ার্ড শেয়ারিং?
এক বাড়ির বাইরে আর শেয়ার করা যাবে না নেটফ্লিক্সের পাসওয়ার্ড। কারণ অ্যাকসেস পাওয়ার জন্য সাতদিন পর্যন্ত ভেরিফিকেশন কোড দিতে হবে। এছাড়াও প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। আইপি অ্যাড্রেস, ডিভাইসের আইডি, যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট সাইন-ইন করা রয়েছে- এই সবকিছু ট্র্যাক করে ইউজারের নেটফ্লিক্স অ্যাকাউন্টের গতিবিধি নজরে রাখতে পারবে কর্তৃপক্ষ। একই বাড়ির সদস্য ট্র্যাভেল করার সময় নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করে ব্যবহার করতে পারবেন। কারণ ওই ইউজার যে বাইরের হাউসহোল্ডের নয় সেটা বুঝতে পারবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।
পেইড শেয়ারিং
টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা মে মাসে বিশ্বের অনেক দেশেই চালু হয়েছে। ভারতে এই ফিচার নেটফ্লিক্স চালু করবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে একই বাড়ির বাইরে অন্য কোনও ইউজার প্রাইমারি ইউজারের নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন বা সাইন-ইন করতে চাইলে প্রাইমারি ইউজারের কাছে অ্যাকাউন্ট বা প্রোফাইল ট্রান্সফারের বার্তা আসবে। এক্ষেত্রে ওই প্রোফাইল নতুন করে সাবস্ক্রিপশন হবে এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রান্সফার হবে।
আরও পড়ুন- UPI-পেমেন্টে ভুল? অন্য কাউকে টাকা? অভিযোগ জানাবেন কোথায়?