Xiaomi Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি শাওমি ১৪ সিরিজের (Xiaomi 14 Series) আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবার লঞ্চ হতে পারে শাওমি ১৪ লাইট (Xiaomi 14 Lite)। বলা হচ্ছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমির একটি নতুন ফোনের নাম দেখা গিয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, এই সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনের মডেল নম্বর দেখা যায়। তার ভিত্তিতেই ফোনের নাম অনুমান করা হয়। MySmartPrice- এর রিপোর্ট অনুসারে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমির যে ফোনের নাম দেখা গিয়েছে তার মডেল নম্বর 24053PY09I, অনুমান করা হচ্ছে, এটিই শাওমি ১৪ লাইট হিসেবে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা- এই দুই ফোন। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে শাওমি ১৪ লাইট ফোনের। তবে শাওমি সংস্থার তরফে এই ফোন লঞ্চের কোনও তথ্য ঘোষণা করা হয়নি। কবে ভারতের বাজারে শাওমি ১৪ লাইট ফোন লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। বলা হচ্ছে, এই ফোন শাওমি Civi 4 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে। আর যদি এই তথ্য সত্যি হয় তাহলে শাওমি ১৪ লাইট এবং শাওমি Civi 4- এই দুই ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে। 


সম্প্রতি শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে 


ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি LTPO AMOLED ডিসপ্লে। আর রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। শাওমি ১৪ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের HyperCharge ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্লাসিক হোয়াইট, জেড গ্রিন এবং ম্যাট ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে কেনা যাবে এই ফোন। 


শাওমি ১৪ ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ আলট্রা মডেল। শাওমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এই ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের এই ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে। 


আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ টার্বো ফোন, কী কী ফিচার থাকতে পারে?