Noise Earbuds: নয়েজের নতুন ইয়ারবাডস (Noise Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। বর্তমানে ওয়্যারড ইয়ারফোনের পাশাপাশি ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ওয়্যারলেস ইয়ারবাডস। এছাড়াও ভারতের বাজারে চল রয়েছে ব্লুটুথ ইয়ারফোনের। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নয়েড এয়ার বাডস ২ (Noise Air Buds 2)। এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের (TWS Earphone) দাম দেশে ১৭৯৯ টাকা। এক একটি ইয়ারপিসের ওজন ৫ গ্রাম। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এই ইয়ারবাডসে রয়েছে আউটার-ইয়ার ফিট ডিজাইন। ইউজার যাতে এই ইয়ারবাডসের সাহায্যে ভালভাবে কথা বলতে পারেন সেজন্য এখানে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এর ফলে call quality ভাল হবে। অন্যদিকে connection stability- র জন্য রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। রিয়েলমি, ওয়ানপ্লাস এবং বোটের মতো সংস্থার ইয়ারবাডসের সঙ্গে জোরদার পাল্লা দেবে নয়েজের এই নতুন ইয়ারবাডস। জানা গিয়েছে, নয়েজ এয়ার বাডস ২ কেনা যাবে সংস্থার অনলাইন স্টোর এবং অ্যামাজন থেকে। ক্লিয়ার ব্ল্যাক এবং ক্লিয়ার হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারবাডস। 


রিয়েলমি বাডস এয়ার ৩ নিও


রিয়েলমির এই ইয়ারয়াডসের দামও ২০০০ টাকার কম এবং ডিজাইনের দিক থেকে অনেকটাই নয়েজের নতুন ইয়ারবাডসের মতো। ফলে রিয়েলমি বাডস এয়ার নিও ৩ এবং নয়েজ এয়ার বাডস ২ - এর মধ্যে জোরদার প্রতিযোগিতা চলবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। 


নয়েজের নতুন ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • নয়েজ সংস্থার এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে যে আউটার ইয়ার ফিট ডিজাইন রয়েছে তা যথেষ্ট আরামদায়ক হবে অন্যান্য ইয়ারবাডসের তুলনায়। 

  • ইউএসবি টাইপ- সি পোর্টের সাহায্যে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব। ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এই ডিভাইসে।

  • এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে ভয়েস অ্যাসিসট্যন্ট ফিচার এবং টাচ কন্ট্রোল ফিচার। 

  • একবার চার্জ দিলে এই ইয়ারবাডসে ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে জানা গিয়েছে। 


Amazfit Pop 2 স্মার্টওয়াচ


ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে AMOLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেনসর এবং ১০০-র বেশি স্পোর্টস মোড। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির একটি HD AMOLED 2.5D Curved ডিসপ্লে যেখানে আবার always on ফিচারের সাপোর্ট রয়েছে। ভারতে Amazfit Pop 2 স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ৩৯৯৯ টাকায়। তবে এখন কিছুটা কমে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ। ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাচ্ছে ৩২৯৯ টাকায়। অর্থাৎ লঞ্চিং অফার হিসেবে ৭০০ টাকা দাম কমেছে এই স্মার্টওয়াচের। 


আরও পড়ুন- ভারতের নিজস্ব সংস্থা 'লাভা'-র নতুন ফোন লঞ্চ হল ভারতে, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন