Noise Earbuds: নয়েজ সংস্থার তাদের নতুন ইয়ারফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নয়েজ মাস্টার বাডস লঞ্চ হতে চলেছে দেশে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে প্রি-বুকিং। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে আপনার মনের মানুষকে উপহার দিতে পারেন এই ইয়ারবাডস। যদি আপনার প্রিয়জন গ্যাজেট প্রেমী হন, তাহলে নয়েজের নতুন ইয়ারবাডস নিশ্চয় পছন্দ হবে তাঁর। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের কিছু ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই প্রথম নয়েজ সংস্থা ভারতে তাদের মাস্টার সিরিজের ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে। এই ইয়ারবাডস ব্যবহার করে ইউজাররা প্রিমিয়াম অডিও এক্সপিরিয়েন্স পাবেন কারণ নয়েজ সংস্থার এই ইয়ারফোনে Bose- এর অডিও ফিচারের সাপোর্ট পাবেন।
নয়েজ সংস্থার মাস্টার সিরিজের আসন্ন ইয়ারবাডসে থাকতে চলেছে অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে। ক্লাসিক ইন-ইয়ার ডিজাইন থাকবে এই ইয়ারাবাডসে। আর থাকবে সরু এবং গোলাকার স্টেম। ইয়ারবাডসের উপর একটি গোলাকার চিহ্ন থাকতে চলেছে যা টাচ সেনসর বোঝাবে। তার ঠিক উপরেই থাকতে চলেছে মাইক্রোফোন। এছাড়াও নয়েজ মাস্টার বাডস- এর চার্জিং কেসে একটি এলইডি লাইট থাকবে। অনেকটা ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে। এই এলইডি লাইটের মাধ্যমে সম্ভবত কানেক্টিভিটি, ব্যাটারি লেভেল এবং চার্জিং স্টেটাস বোঝা যাবে।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে বোটের একটি নতুন ইয়ারবাডস
বোট নির্ভানা এক্স (Boat Nirvana X)- এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (TWS Earbuds) সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এই ইয়ারফোনে। মাল্টিপয়েন্ট কানেক্টিভিটি রয়েছে এই ডিভাইসে। অর্থাৎ একসঙ্গে একাধিক (দুটো) ডিভাইসের সঙ্গে বোটের নতুন ইয়ারবাডস সংযুক্ত করা যাবে। এই ইয়ারবাডস স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। চার্জিং কেস সমেত ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই ইয়ারবাডস। গেম খেলার জন্য 'বিস্ট মোড' রয়েছে বোট নির্ভানা এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে। বোট নির্ভানা এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ২৭৯৯ টাকা। আপাতত অ্যামাজন এবং ফ্লিপকার্ট, দুটো ই-কমার্স সংস্থা থেকেই কিনতে পারবেন এই ইয়ারফোন। মোট চারটি রঙে পাওয়া যাবে। মাত্র ১৫ মিনিট চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ২ ঘণ্টা। গুগল ফাস্ট পেয়ারিং ফিচার থাকায় এই ইয়ারফোন দ্রুত পেয়ারিং করতে সুবিধা হবে।