Noise Earbuds: নয়েজ সংস্থার নতুন ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। কেনার আগে প্রি-বুকিং করলে পাবেন ভাল পরিমাণ ছাড়। নয়েজ মাস্টার বাডস লঞ্চ হয়েছে দেশে। ১২.৪ মিলিমিটারের ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। 'বোস' সংস্থার সাউন্ড/অডিও সিস্টেম রয়েছে এই ডিভাইসে। এছাড়াও ইউজাররা পাবেন অ্যাডাপ্টিভ অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এই ফিচার। এছাড়াও নয়েজ মাস্টার বাডস একসঙ্গে দুটো ডিভাইসে যুক্ত করা যাবে ডুয়াল কানেক্টিভিটি সাপোর্টের সাহায্যে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৪৪ ঘণ্টা চার্জ থাকবে এই ইয়ারবাডসে।
ভারতে নয়েজ মাস্টার বাডসের দাম কত
এই ইয়ারবাডসের দাম ৭৯৯৯ টাকা। নয়েজ ইন্ডিয়া ই-স্টোরের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই ইয়ারবাডস কেনার জন্য প্রি-বুকিং করা যাবে। ৯৯৯ টাকার বিনিময়ে প্রি-বুকিং করা যাবে। আর যাঁরা প্রি-বুকিং করবেন, তাঁরা ২০০০ টাকা ছাড় পাবেন। ফলে দাম কমে হবে ৫৯৯৯ টাকা। এছাড়াও থাকবে অতিরিক্ত ২৫০০ টাকা ছাড়ের সুবিধা। ২৬ ফেব্রুয়ারি থেকে নয়েজ মাস্টার বাডসের বিক্রি শুরু হবে।
কী কী ফিচার রয়েছে নয়েজ মাস্টার বাডস - এই ইয়ারবাডসে
- এই ইয়ারবাডসেও অন্যান্য ইয়ারবাডসের মতোই ইন-ইয়ার ডিজাইন দেখা যাবে। ইন্টার চেঞ্জেবল ইয়ার টিপস ফিচারের সাপোর্ট থাকছে এই ইয়ারবাডস। ৬টি মাইক রয়েছে এই ডিভাইসে, যেখানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে।
- গুগল ফাস্ট পেয়ার, ফাইন্ড মাই ডিভাইস- এই দুই আধুনিক ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজ মাস্টার ইয়ারবাডসে। হাই রেজোলিউশনের ব্লুটুথ অডিও স্ট্রিমিং সাপোর্টও পাওয়া যাবে এই ইয়ারবাডসে। নয়েজ অডিও অ্যাপের সাপোর্টও রয়েছে।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অফ থাকলে একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৪৪ ঘণ্টা। আর অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার অন থাকলে একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৩৪ ঘণ্টা। দু'ক্ষেত্রেই চার্জিং কেস থাকতে হবে।
- চার্জিং কেস ছাড়া অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন অন থাকলে এই ইয়ারবাডস চলবে প্রায় ৪.৫ ঘণ্টা। অন্যদিকে চার্জিং কেস ছাড়া অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন চালু না থাকলে চলবে প্রায় ৬ ঘণ্টা। দু'ক্ষেত্রেই একবার পুরো চার্জ দেওয়া থাকতে হবে।
- মাত্র ১০ মিনিট নয়েজ মাস্টার বাডসে চার্জ দিলে প্রায় ৬ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যাবে।
আরও পড়ুন- ভিভোর নতুন ৫জি ফোন কেনা যাবে ১৫ হাজার টাকার মধ্যেই, থাকবে শক্তিশালী ব্যাটারি