Nokia C12 Plus: নোকিয়া সি১২ প্লাস (Nokia C12 Plus) ফোন ভারতে লঞ্চ হয়েছে। নোকিয়ার এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে। এই ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর। নোকিয়া সি১২ প্লাস ফোন লঞ্চ হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে। ডুয়াল সিম কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। সেই সঙ্গে রয়েছে এক্সপ্যান্ডেবল স্টোরেজের সুবিধা। অর্থাৎ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে। নোকিয়া সি১২ প্লাস ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। 


নোকিয়া সি১২ প্লাস ফোনের দাম


ভারতে নোকিয়া সি১২ প্লাস ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। কোথা থেকে এই ফোন কেনা যাবে তা এখনও জানা যায়নি। 


নোকিয়া সি১২ প্লাস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির একটি এইচডি প্লাস ডিসপ্লে। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন)- এর সাহায্যে। এই ফোনের ডিসপ্লের উপর ওয়াটার ড্রপ স্টাইলের একটা কাট আউট থাকছে। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ২ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। 

  • নোকিয়া সি১২ প্লাস ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। তার সঙ্গে রয়েছে অটোফোকাস ফিচার এবং এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • নোকিয়া সি১২ প্লাস ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই 802.11b/g/n, ব্লুটূথ ৫.২, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের সাপোর্ট। 


OnePlus Smartphone: ভারতে ওয়ানপ্লাসের ফোন বর্তমানে বেশ জনপ্রিয়। ওয়ানপ্লাস ১১ সিরিজে (OnePlus 11 Series) নতুন একটি ভ্যারিয়েন্ট যোগ করতে চলেছে সংস্থা। নতুন এই মডেলের নাম ওয়ানপ্লাস ১১ জুপিটার রক লিমিটেড এডিশন (OnePlus 11 Jupiter Rock Limited Edition)। এই ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে এমন একটি ফিনিশ বা ডিজাইন থাকতে চলেছে যা দেখে মনে হবে যেন বৃহস্পতি গ্রহের পৃষ্ঠদেশ। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার পালা ভারতের। তবে ভারতে এই ফোন কবে লঞ্চ হতে চলেছে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। 


আরও পড়ুন- ১৫ হাজার টাকার বাজেটে সেরা 5G স্মার্টফোন, এইগুলি আছে তালিকায়