Nokia Smartphone: ভারতে নোকিয়ার নতুন ফোন নোকিয়া সি২২ (Nokia C22) লঞ্চ হতে চলেছে আগামী ১১ মে। HMD Global সম্প্রতি এই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। নোকিয়া 'সি' সিরিজের (Nokia C Series Phone) এই ফোন ফেব্রুয়ারি মাসে ইউরোপের কিছু অঞ্চলে লঞ্চ হয়েছিল। সেই সঙ্গে লঞ্চ হয়েছিল নোকিয়া সি৩২ ফোনও। প্রসঙ্গত উল্লেখ্য, ইউরোপের বাজারে লঞ্চ হওয়া নোকিয়া সি২২ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। নোকিয়ার এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এই ফোন তিন দিন পর্যন্ত চালু থাকবে বলে জানা গিয়েছে। নোকিয়া সি২২ ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নোকিয়া সি২২ ফোনে AI ফিচার যুক্ত ক্যামেরা সেনসর থাকতে চলেছে। ভারতে এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি নিশ্চিত ভাবে। তবে ইউরোপের বাজারে এই ফোন লঞ্চ হয়েছিল EUR 109 দামে, ভারতীয়মুদ্রায় প্রায় ৯৫০০ টাকা। চারকোল, পার্পল এবং স্যান্ড- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া সি২২ ফোন, যেমনটা হয়েছে ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায়।
পোকো এফ৫ ৫জি
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে পোকো এফ৫ ৫জি ফোন। 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ Poco F5 5G ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। এর টপ-এন্ড ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 33,999 টাকা। এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে 16 মে দুপুর 12টা থেকে। Flipkart-এ শুরু হবে এই সেল। গ্রাহকরা এই স্মার্টফোনে 19GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন। ICICI ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডে মোবাইল ফোনে গ্রাহকদের 3,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার পরে ফোনের দাম যথাক্রমে 26,999 টাকা এবং 30,999 টাকা হয়ে যাবে।
ওপ্পো এফ২৩ ৫জি
ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তারা ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ করবে। এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন সোনালি রঙে লঞ্চ হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আগামী ১৫ মে ওপ্পো এফ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চের দিন দুপুর ১২টা থেকেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। ওপ্পো এফ২৩ ৫জি ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। দুটো গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে ফোনের পিছনের অংশে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি পাঞ্চ হোল কাটআউট। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকবে।
আরও পড়ুন- স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?