Whatsapp Scam: ফের সংবাদ শিরোনামে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তবে এবার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) কোনও নতুন ফিচারের জন্য প্রচারের আলোয় আসেনি। বরং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন করে দুর্নীতি (Scam) শুরু হয়েছে। আর তাই নিয়েই আতঙ্কে রয়েছেন ইউজাররা। এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। মাসে ২ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। সম্প্রতি ফের স্ক্যামারদের নিশানায় রয়েছে হোয়াটসঅ্যাপের ইউজাররা। ট্যুইটারে অনেক ইউজার ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন যে তাঁরা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন। ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে তাঁদের কাছে। জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে।


সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে মালয়েশিয়া, কেনিয়া, ভিয়েতনাম, ইথিওপিয়ার মতো দেশ থেকে ফোন আসছে। যে সমস্ত আইএসডি কোড প্রকাশ্যে এসেছে, তার থেকেই এইসব দেশের নাম প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এই সমস্ত ফোনকল হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে আসছে সেই প্রসঙ্গে সঠিক ভাবে এখনও কিছু জানা যায়নি। তবে ঘনঘন এই ফোন আসছে ইউজারদের কাছে। এমনও হয়েছে যে একজন ইউজারের কাছে একই নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে। কিংবা একাধিক নম্বর দেখে বারংবার ফোন এসেছে হোয়াটসঅ্যাপে। এক দিন অন্তর ২ থেকে ৪ বার ফোন এসেছে এমন পরিসংখ্যানও জানা গিয়েছে। নতুন সিম নিয়ে থাকলে সেইসব ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে তুলনায় বেশি ফোন পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। 


এই জাতীয় নম্বর থেকে ফোন এলে কী করবেন


একেবারেই এইসব ফোন রিসিভ করা চলবে না। বরং দ্রুত এই জাতীয় আন্তর্জাতিক নম্বর ব্লক করে দেওয়া উচিত। নাহলে আপনার ফোন নম্বরের সূত্র ধরে টাকাপয়সার পাশাপাশি ব্যক্তিগত তথ্যও স্ক্যামারদের হাতে পৌঁছে যেতে পারে। তাই সময় থাকতেই সতর্ক হওয়া প্রয়োজন এবং দরকার হলে অতি অবশ্যই সাইবার অপরাধ বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। কেন এইসব আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসছে সেই প্রসঙ্গে ইতিমহদ্যেই তদন্ত শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 


হোয়াটসঅ্যাপে আজব কীর্তিকলাপ


ইউজার স্মার্টফোনের (Smartphone) ব্যবহার করছেন না। অথচ সেই সময়ে ফোনের মাইক্রোফোন (Microphone) চালু থাকছে। হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমেই নাকি হচ্ছে এমন কীর্তিকলাপ। সম্প্রতি এমনই গুরুত্ব অভিযোগ উঠেছে মেটা অধিকৃত জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই মেসেজিং অ্যাপের বিরুদ্ধে তোপ দেগেছেন ট্যুইটারের মালিক এলন মাস্ক। তাঁর কথায় হোয়াটসঅ্যাপ মোটেই বিশ্বাসযোগ্য মাধ্যম নয়। অন্যদিকে ভারত সরকার জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে। 


আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা