Nokia G11 Plus Launch: বিশ্ববাজারে নোকিয়া নিয়ে এল নতুন ফোন। Nokia G11 Plus লঞ্চ করল কোম্পানি। Nokia G11 Plus হল Nokia G11-এর একটি আপগ্রেড সংস্করণ। Nokia G11 Plus এর সঙ্গে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হচ্ছে। কোম্পানির দাবি, তিন দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে কোম্পানি। এছাড়াও Nokia G11 Plus-এ তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি। জেনে নিন, ফোনের স্পেকস ও ফিচার। 


Nokia G11 Plus এর বৈশিষ্ট্য


Nokia G11 Plus-এ পাবেন 4GB RAM ও 64GB স্টোরেজ। 
Geekbench-এর একটি রিপোর্ট বলছে, Nokia-র 
Nokia G11 Plus ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। যার প্রাথমিক লেন্সটি 50 মেগাপিক্সেল ও দ্বিতীয় লেন্সটি 2 মেগাপিক্সেল রাখা হয়েছে।
এতে সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।


Nokia G11 Plus এর ওজন কত ?
কানেক্টিভিটির ক্ষেত্রে, Nokia G11 Plus-এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/A-GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।
এছাড়াও Nokia G11 Plus-এর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।Nokia G11 Plus এর ওজন 192 গ্রাম।


Nokia G11 Plus এর দাম


Nokia তার ওয়েবসাইটে Nokia G11 Plus তালিকাভুক্ত করেছে। যদিও দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। Nokia G11 Plus ফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজ সহ চারকোল গ্রে, লেক ব্লু রঙে লঞ্চ করা হয়েছে। এ ছাড়া ভারতীয় বাজারে এই ফোন লঞ্চের বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। টেক ব্লগারদের মতে, বিগত কয়েক বছরে চিনা, তথা অন্য কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে নোকিয়া। নতুন করে বাজার ধরতে গুগলের স্টক অ্যান্ড্রয়েডকে সঙ্গী করেছে কো্পানি। এখন গ্রাহক ধরতে প্রযুক্তির সঙ্গে সঙ্গে ডিজাইনেও মনে দিয়েছে কোম্পানি।


আরও পড়ুন : Best Camera Phone: ২০ হাজারে দারুণ স্পেকস, পাবেন না এর থেকে ভালো ক্যামেরা