Nokia Smartphone: ইকো ফ্রেন্ডলি ডিজাইন এবং কম খরচে মেরামত করা যায়- এমন দুই ফিচার নিয়ে লঞ্চ হয়েছে নোকিয়া 'জি' সিরিজের ফোন নোকিয়া জি২২ (Nokia G22)। এই ফোন কিনলে যদি ডিসপ্লে নষ্ট হয়ে যায় তাহলে তা মেরামত করা সম্ভব। এর পাশাপাশি ফোনের চার্জিং পোর্ট নষ্ট হয়ে গেলে কিংবা ব্যাটারি খারাপ হয়ে গেলে ফোন মেরামত করা সম্ভব। এমনকি ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও নোকিয়া জি২২ ফোনের কোনও অংশ খারাপ হয়ে গেলে তা সারানোর সুবিধা পাওয়া যাবে। কম খরচে পাল্টানো যাবে ফোনের যন্ত্রাংশ। এর পাশাপাশি পর্যায়ক্রমে যে নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী ফোন মেরামত করা সম্ভব হবে। 


নোকিয়া জি২২ ফোনের ভ্যারিয়েন্ট


৬ জিবি র‍্যাম (৪ জিবি র‍্যাম ও ২ জিবি ভার্চুয়াল র‍্যাম) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে নোকিয়া সি২২ ফোন লঞ্চ হয়েছে। ১২৮ জিবি স্টোরেজ নিয়েও রয়েছে আর একটি ভ্যারিয়েন্ট। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানা যায়নি। Meteor Grey এবং Lagoon Blue- এই দুই রঙে নোকিয়া জি২২ ফোন লঞ্চ হয়েছে। 


নোকিয়া জি২২ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • নোকিয়ার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর এবং তার সঙ্গে আরও দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর ও ম্যাক্রো লেন্স রয়েছে। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশও রয়েছে। এছাড়াও নোকিয়ার এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর রয়েছে। 

  • নোকিয়া সি২২ ফোনে ৫০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 


নোকিয়া 'সি' সিরিজের দুটো ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। একটি হল নোকিয়া সি৩২ (Nokia C32) এবং অন্যটি হল নোকিয়া সি২২ (Nokia C22)। নোকিয়ার এই দুটো স্মার্টফোনেই রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে নোকিয়ার এই দুই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। নোকিয়া সি৩২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট। অন্যদিকে নোকিয়া সি২২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) আউট অফ দ্য বক্স- এর সাপোর্ট। তবে নোকিয়া 'সি' সিরিজের এই দুই ফোনের মূল আকর্ষণ হল এই দুই মডেলে একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ বজায় থাকবে। নোকিয়া সংস্থা জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট রয়েছে নোকিয়ার এই দুই ফোনে। যদিও ভারতে এই দুই ফোন লঞ্চ হয়নি। এমনকি নোকিয়া সি৩২ এবং নোকিয়া সি২২ ফোন ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি HMD Global। 


আরও পড়ুন- শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা ফিচার নিয়ে ভারতে হাজির শাওমি ১৩ প্রো ফোন, কোথা থেকে কিনতে পারবেন?