Nokia 5G Phone: নোকিয়া জি৪২ ৫জি (Nokia G42 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নোকিয়া যে ভারতে নতুন ৫জি (Nokia 5G Phone) ফোন লঞ্চ করতে চলেছে সেকথা আগেই জানা গিয়েছিল। এবার নতুন ৫জি ফোনের নাম এবং লঞ্চের দিন ঘোষণা করেছে নোকিয়া কর্তৃপক্ষ। আগামী ১১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে নোকিয়া জি৪২ ৫জি ফোন। এবছর জুন মাসে নির্দিষ্ট কিছু দেশে এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভারতে এই ফোন লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে। 


নোকিয়া জি৪২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন 



  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ সাপোর্ট থাকতে পারে। দু'বছরের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেড পাওয়া সম্ভব। আর প্রতি মাসের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে তিন বছরের জন্য। 

  • ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৫ জিবি বাড়ানো সম্ভব।

  • নোকিয়া জি৪২ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, দুটো ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক কভার তৈরি হয়েছে পুনর্নবীকরণযোগ্য উপকরণ (৬৫ শতাংশ) দিয়ে। 


ভারতে হাজির মোটো জি৫৪ ৫জি


ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি৫৪ ৫জি (Moto G54 5G)। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ১৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। মোটো জি৫৪ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনে 33W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৯০ শতাংশ চার্জ হবে মাত্র ৬৬ মিনিটে।