Nokia G42 5G: নোকিয়ার ৫জি ফোন (Nokia 5G Phone) নোকিয়া জি৪২ ৫জি (NOkia G42 5G) ভারতে লঞ্চ হয়েছে। নোকিয়া 'জি' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। নোকিয়া জি৪২ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ভারতে নোকিয়া জি৪২ ৫জি ফোন তৈরি করা হবে বলে শোনা গিয়েছে। আগামী সপ্তাহে এই ফোন কেনা যাবে অ্যামাজন থেকে। 


ভারতে নোকিয়ার এই ৫জি ফোনের দাম কত


নোকিয়া 'জি' সিরিজের ৫জি ফোন নোকিয়া জি৪২ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৫৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে এবং বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। 


নোকিয়া জি৪২ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে। দু'বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপগ্রেড পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। এছাড়াও নোকিয়া কর্তৃপক্ষের দাবি এই ফোনে তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট (প্রতি মাসে) পাওয়া যাবে।

  • নোকিয়ার এই ফোনে ডিসপ্লের উপরে রয়েছে একটি Corning Gorilla Glass 3 প্রোটেকশন। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • নোকিয়া জি৪২ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের দুটো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লে উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • নোকিয়ার এই ৫জি ফোনে জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৫.১, ওয়াই-ফাই এইসবের সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

  • এই ফোনে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। নোকিয়ার দাবি একবার চার্জ দিলে প্রায় তিনদিন পর্যন্ত ফোন চালু থাকবে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্র সেনসর থাকতে পারে অথেনটিফিকেশনের জন্য। 


আইফোন ১৫ সিরিজ


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। লঞ্চ হতে চলেছে অ্যাপেল ১৫ সিরিজ। নতুন অ্যাপেল ওয়াচ লঞ্চের কথাও রয়েছে এই ইভেন্টে। ১২ সেপ্টেম্বর সেপ্টেম্বর Wonderlust ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই লঞ্চ হবে আইফোন ১৫ সিরিজ, অ্যাপেল ওয়াচ ৯ সিরিজ, অ্যাপেল ওয়াচ আলট্রা ২। এর সঙ্গে আইওএস ১৭ এবং ওয়াচ ওএস ১০ লঞ্চেরও কথা রয়েছে। আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই চারটি ফোন আইফোন ১৫ সিরিজে লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- ১০ মিনিটের চার্জে গান চলবে প্রায় ৭ ঘণ্টা! ভারতে হাজির রিয়েলমির নতুন ইয়ারবাডস, দাম কত?