Realme Earbuds: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির (Realme) নতুন ইয়ারবাডস (Earbuds)। ডিভাইসের নাম রিয়েলমি বাডস টি৩০০ (Realme Buds T300)। নতুন এই ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। একবার চার্জ দিলে চার্জিং কেস সমেত ৪০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে শোনা গিয়েছে। মাত্র ১০ মিনিটের চার্জে পাওয়া যাবে প্রায় ৭ ঘণ্টার প্লেব্যাক সাপোর্ট। রিয়েলমি বাডস টি৩০০- র ক্ষেত্রে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে। দুটো রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে। 


ভারতে রিয়েলমির নতুন এই ইয়ারবাডসের দাম 


রিয়েলমি বাডস টি৩০০- র দাম ২২৯৯ টাকা। কেনা যাবে রিয়েলমির অনলাইন স্টোর থেকে। সেখানে এই দাম ধার্য করা হয়েছে। স্টাইলিশ ব্ল্যাক এবং ইউথ হোয়াইট- এই দুই রঙে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস। 


কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে রিয়েলমি বাডস টি৩০০ ইয়ারবাডসে



  • এই ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। রিয়েলমি অ্যাপ ব্যবহার করলে এই ইয়ারফোনে ৩৬০টি স্প্যাশিয়াল অডিও এফেক্টের সাপোর্ট পাওয়া যাবে। 

  • এই ইয়ারবাডসে রয়েছে ৫০এমএস আলট্রা লো ল্যাটেন্সি। এছাড়াও ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সাপোর্টও রয়েছে। চারটি মাইক্রোফোন রয়েছে রিয়েলমি বাডস টি৩০০ ডিভাইসে। 

  • একবার চার্জ দিলে এই ইয়ারবাডসের সাহায্যে প্রায় ৪ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে বলে দাবি করেছে সংস্থা। চার্জিং কেসে রয়েছে ৪৬০ এমএএইচ ব্যাটারি এবং ইয়ারবাডসের প্রতিটিতে রয়েছে ৪৩ এমএএইচ ব্যাটারি। চার্জ দেওয়ার জন্য রয়েছে USB Type-C পোর্ট। 

  • রিয়েলমির এই ইয়ারবাডস একটি IP55 রেটিং প্রাপ্ত ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট অডিও ডিভাইস। এখানে রয়েছে সিম্পল টাচ কন্ট্রোল। এর সাহায্যে ফোনকল ধরা, ছাড়া যাবে। গান পরিবর্তন করা যাবে। ডিভাইসের সঙ্গে পেয়ারিং করা যাবে। এছাড়াও নয়েজ কন্ট্রোল এবং ট্রান্সপারেন্সি মোডের মধ্যে সুইচিং করা যাবে সহজে। 


ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন


রিয়েলমি নারজো ৬০এক্স (Realme Smartphone) লঞ্চ হয়েছে ভারতে। দুটি র‍্যাম এবং একটি স্টোরেজ ও দুটো রঙে এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি নারজো ৬০এক্স (Realme Narzo 60X)  ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। 


আরও পড়ুন- আইফোন ১৫ লঞ্চের আগের মুহূর্তে আইফোন ১৪- র দামে ব্যাপক ছাড়, অফার আইফোন ১৩- তেও