Nokia Smartphone: নোকিয়া এক্স৩০ (Nokia X30) ফোন ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। এই ফোনের ক্ষেত্রে রয়েছে একটা চমক। ইকো ফ্রেন্ডলি (Eco Friendly) স্মার্টফোন হতে চলেছে নোকিয়ার এক্স৩০ ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। ১০০ শতাংশ রিসাইকেল হওয়া অ্যালুমিনিয়াম দিয়ে এই ফোন তৈরি হবে। এর সঙ্গে থাকবে ৬৫ শতাংশ রিসাইকেল হওয়া প্লাস্টিক। এই দু'ধরনের রিসাইকেল প্রোডাক্ট দিয়ে তৈরি হওয়ার ফলে নোকিয়া এক্স৩০ ফোন একটি ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব ফোন হতে চলেছে।
নোকিয়া এক্স৩০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন
- নোকিয়ার এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও থাকতে পারে একটি ৬.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- নোকিয়া এক্স৩০ ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস ভিক্টাস। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে নোকিয়া এক্স৩০ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। ডিসপ্লের উপরে থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৪২০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তাছাড়াও এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে লঞ্চ হবে।
Infinix Smartphone: ইনফিনিক্সের নতুন ফোন (Infinix New Smartphone) লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৭ (Infinix Smart 7) ফোন। এই ফোনে থাকতে চলেছে একটি ওয়েভ প্যাটার্ন ডিজাইন। তার উপর থাকবে সিলভার-আয়ন স্প্রে। এই সিলভার-আয়ন স্প্রে'র ক্ষেত্রে রয়েছে ৯৯ শতাংশ অ্যান্টিব্যাকটেরিয়াল রেটিং। ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে থাকবে যথেষ্ট বড় আকার আয়তনের ক্যামেরা মডিউল। এছাড়াও ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ ফোনে। এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম হবে ৭৫০০ টাকারও কম। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই দামে।