Oppo Smartphone: ওপ্পো কোম্পানির ফোল্ডেবল ফোন (Oppo Foldable Phone) আসতে চলেছে গ্লোবাল মার্কেটে। আগামী ১৫ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find 2 Flip)। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে এই স্মার্টফোন। এর সঙ্গেই লঞ্চ হতে চলেছে আর একটি ফোল্ডেবল ফোন ওপ্পো ফাইন্ড ২ (Oppo Find 2)। উল্লেখ্য, ওপ্পো সংস্থার এই দুই ফোনই চিনে লঞ্চ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে থাকতে চলেছে একটি ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে এবং একটি ৩.৬২ ইঞ্চির কভার ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। শোনা যাচ্ছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। Astral Black এবং Moonlit Purple- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন। 


ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন



  • চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে গ্লোবাল মডেল এবং ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ColorOS 13.0- এর সাহায্যে। 

  • ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি ৩.৬২ ইঞ্চির কভার ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এছাড়াও ফোল্ডিং ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪৪ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফেস আনলক টেকনোলজি থাকার সম্ভাবনা রয়েছে ওপ্পোর এই ফোল্ডেবল ফোনে। 


Tecno Smartphone: টেকনো মোবাইল (Tecno Mobiles) সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোন টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে। অনুমান, এই ফোন টেকনো স্পার্ক গো এডিশন ২০২৩ যা চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছে তার রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। টেকনো পপ ৭ ফোন প্রো ভারতে লঞ্চ হতে পারে আগামী সপ্তাহে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো পপ ৭ প্রো ফোন, কী কী ফিচার থাকতে পারে?