Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২৪ মার্চ। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তাদের এই ফোনে একটি Exynos 1330 প্রসেসর থাকবে। এছাড়াও থাকতে চলেছে র‍্যাম প্লাস ফিচার। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। তার উপর সুরক্ষার জন্য গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন থাকতে পারে। 


ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের দাম (যা ফাঁস হয়েছে)


জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার ট্যুইটারে আভাস দিয়েছেন যে এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের রিটেল বক্স প্রাইস হতে চলেছে ১৭,৯৯৯ টাকা। তবে এই ফোন কেনা যাবে ১৪ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। 


স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড OneUI 5.0- এর সাহায্যে। এই ফোনে ইনবিল্ট ১২ জিবি র‍্যাম থাকতে পারে। তারপরেও র‍্যাম প্লাস ফিচারের সাহায্যে র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে। 

  • একবার চার্জ দিলে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন দু'দিন পর্যন্ত চালু থাকবে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


Infinix Smartphone: চিনের সংস্থা ইনফিনিক্সের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২৭ মার্চ লঞ্চ হবে ইনফিনিক্স হট ৩০আই (Infinix Hot 30i)। শোনা যাচ্ছে, ইনফিনিক্স হট ৩০আই ফোনে ১৬ জিবি র‍্যাম থাকতে পারে। এই ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। ইনফিনিক্স হট ৩০আই ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। IPS LCD প্যানেল অর্থাৎ ডিসপ্লে থাকতে পারে ইনফিনিক্সের এই ফোনে। আগামী ২৭ মার্চ লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে শোনা যাচ্ছে। ইনফিনিক্স হট ৩০আই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনেও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমেরই সাপোর্ট থাকবে বলে অনুমান করা হচ্ছে। 


আরও পড়ুন- মৃত্যুর পর মুছে ফেলতে হবে আধার কার্ড ! কী হচ্ছে নতুন নিয়ম