TWS Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নাথিং সংস্থার দুটো নতুন ইয়ারবাডস (Nothing Earbuds)। এবার লঞ্চ হয়েছে নাথিং ইয়ার (Nothing Ear) এবং নাথিং ইয়ার এ (Nothing Ear A)- এই দুই ইয়ারবাডস। এই দুই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ফিচারের সাপোর্ট। এছাড়াও এই দুই ইয়ারবাডসে ব্লুটুথ কানেক্টিভিটির (Bluetooth Connectivity) সাপোর্ট রয়েছে। নাথিং ইয়ার- এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৪০.৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে। অন্যদিকে নাথিং ইয়ার এ মডেলের ক্ষেত্রে ৪২.৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে। নাথিং সংস্থার এই দুই ইয়ারবাডস এবং তাদের চার্জিং কেসে রয়েছে নাথিং ব্র্যান্ডের বিশেষ স্বচ্ছ ডিজাইন। এছাড়াও থাকছে ইন-ইয়ার ডিটেকশন ফিচার এবং ডুয়াল কানেক্টিভিটির সাপোর্ট। 


ভারতে নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ- এই দুই ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কেনা যাবে 


নাথিং ইয়ার- এই ইয়ারবাডসের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে নাথিং ইয়ার এ- এই ইয়ারবাডসের দাম ৭৯৯৯ টাকা। দুটো ইয়ারবাডসই কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইট থেকে। বিক্রি শুরু হবে ২২ এপ্রিল থেকে। নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ- এই দুই ইয়ারবাডস কালো এবং সাদা রঙে লঞ্চ হয়েছে। তবে নাথিং ইয়ার এ মডেলের ক্ষেত্রে হলুদ রঙের একটি মডেলও দেখা গিয়েছে। 


নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ- এই দুই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন একঝলকে 



  • দুটো ইয়ারবাডসেই রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও এই দুই ইয়ারবাডসে ৪৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে একটি ট্রান্সপারেন্সি মোড। 

  • মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি রয়েছে নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ - এই দুই ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে সংযুক্ত হতে পারবে এই দুই ইয়ারয়াবডস। 

  • নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ - এই দুই ইয়ারবাডসেই রয়েছে গুগল ফাস্ট পেয়ার এবং মাইক্রোসফট সুইফট পেয়ারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচারের সাপোর্ট। 

  • নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ - এই দুই ইয়ারবাডসে রয়েছে ৪৬ এমএএইচ ব্যাটারি (প্রতিটিতে)। আর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে চার্জিং কেসগুলিতে। 

  • নাথিং সংস্থার নতুন দুই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটির সাপোর্ট। 


আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।