Nothing Phone 1: ফোনের বিভিন্ন প্রযুক্তির পর এবার ট্রান্সপারেন্ট ফোন দেখতে পারে বিশ্ববাসী। সম্প্রতি তেমনই ঘোষণা করেছে এই স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি। শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Nothing Phone 1।
Nothing Phone 1: কবে লঞ্চ হবে এই ফোন ?
বিশ্বব্যাপী ও ভারতের বাজারে আগামী 12 জুলাইয়ে নথিং ইভেন্টে প্রি-বুকিং সহ লঞ্চ করা হবে এই ফোন। ইতিমধ্যেই দ্য নথিং ফোন (1) বিআইএস সার্টিফিকেশন পেয়েছে। ফোনের টিইউভি সার্টিফিকেশনে 45W ফাস্ট চার্জারের বৈশিষ্ট্য সামনে এসেছে। এর আগে এই স্টার্টআপ কোম্পানি নিশ্চিত করেছিল যে, নথিং ফোন (1) ফ্লিপকার্টে বিক্রি হবে। ভারতে এর মূল্য আরও সাশ্রয়ী করতে স্থানীয়ভাবে একানেই তৈরি করা হবে ফোন। আগ্রহী ক্রেতারা 2,000 টাকা দিয়ে ফোনের বুকিং করতে পারেন। ফোনে অনেকগুলি ভ্যারিয়েন্টেও দেখা যাবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। একবরা লঞ্চ হলে এই ফোন স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস ও অন্যান্য প্রিমিয়াম ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা করবে।
Nothing Phone 1: ফোনে ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল
দ্য নথিং ফোন (1)-এ একটি সেন্ট্রাল পাঞ্চ-হোল কাট-আউট, পাতলা বেজেল ছাড়াও আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হ্যান্ডসেটটিতে একটি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। যা এর ভিতরের অংশগুলিকে তুলে ধরবে। পিছনে একটি ডুয়াল ক্যামেরা ইউনিট থাকতে পারে। এতে 6.55-ইঞ্চি ফুল-এইচডি + (1080x2400 পিক্সেল) ওএলইডি ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 90Hz বা তার বেশি হতে পারে।
Nothing Phone 1: নাথিং ফোনের ক্যামেরা
শোনা যাচ্ছে, নাথিং ফোন (1)-এ একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার মধ্যে একটি 50MP প্রধান শুটার ও একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। সামনে এই ফোনে একটি 32MP সেলফি সেন্সর দেখতে পাবেন।
Nothing Phone 1: আরও কী থাকছে ফোনে ?
ডিভাইসটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক নাথিং ওএসে চলবে। দ্য নাথিং ফোন (1) স্ন্যাপড্রাগন 7 জেনারেল চিপসেটে 8 জিবি র RAM ও 128 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ পাওযার সম্ভাবনা রয়েছে। এতে 45W ফাস্ট-চার্জিং সাপোর্ট সহ 4,500mAh ব্যাটারি প্যাক দেখা যেতে পারে। সংযোগের জন্য হ্যান্ডসেটটিতে Wi-Fi 6e, ব্লুটুথ 5.3 ও NFC সাপোর্ট থাকবে।
Nothing Phone 1: কত দাম হতে পারে ফোনের ?
এখনও নাথিং ফোনের (1) আনুষ্ঠানিক মূল্যের বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি। অনুমান করা হচ্ছে, ফোনটি প্রায় 39,000 টাকা থেকে শুরু হবে। এর বিক্রি 18 জুলাইয়ের পরে শুরু হবে।
আরও পড়ুন : Google Map Update: কোথায় পাবেন দূষণমুক্ত হাওয়া ? জানিয়ে দেবে গুগল ম্যাপ