Smartphones: প্রতি মাসেই একগুচ্ছ স্মার্টফোন (Smartphone) লঞ্চ হয়। অগস্ট (Smartphone August Launch) মাসেও বজায় থাকবে এই ট্রেন্ড। বিভিন্ন নামিদামি সংস্থার বেশ কয়েকটি ফোন (Phone Launch in August) লঞ্চ হতে চলেছে অগস্ট মাসে। একনজরে সেই তালিকা দেখে নেওয়া যাক।


ওয়ানপ্লাস ১০টি


ভারতে আগামী ৩ অগস্ট লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফোন। শোনা যাচ্ছে এই ৫জি ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকবে। এছাড়াও এই ফোনে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও থাকতে পারে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনে। ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে ৪৯,৯৯৯ টাকা থেকে।


আইকিউওও ৯টি


ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোন আইকিউওও ৯টি ৫জি আগামী ২ অগস্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনেও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৪৭০০ এমএএইচ ব্যাটারি। ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে আইকিউওও ৯টি ৫জি ফোনে। ভারতে এই ফোনের দামও শুরু হতে পারে ৪৯,৯৯৯ টাকা থেকে।


স্যামসাং গ্যালাক্সি নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন


স্যামসাং কোম্পানি আগামী ১০ অগস্ট গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আয়োজন করেছে। সেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪- এই দু’টি ফোল্ডেবল ফোন লঞ্চ হতে পারে।  


মোটোরোলার ২০০ মেগাপিক্সেল ক্যামেরা- সহ ফোন


২ অগস্ট চিনে লঞ্চ হতে পারে মোটো এজ ৩০ আলট্রা ফোন। গ্লোবাল মার্কেটে এই ফোনের নাম হতে পারে মোটো এজ এক্স৩০ প্রো এবং আলট্রা। শোনা যাচ্ছে, এই প্রথম মোটোরোলার কোনও ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। ভারতেও অদূর ভবিষ্যতে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে।