Nothing Phone (2): ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন (২) (Nothing Phone 2)। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ১১ জুলাই নাথিং ফোন (২) ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে নাথিং ফোন (২) কেনা যাবে। ভারতে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ হতে চলেছে। নাথিং ফোন (১)- এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হবে। এতদিন শোনা যাচ্ছিল নাথিং ফোন (১)- এর সঙ্গে ডিজাইনের ক্ষেত্রে অনেকটাই মিল থাকতে চলেছে নাথিং ফোন (২)- এর। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, দুই ফোন দেখতে আলাদা হবে। আগের ফোনের তুলনায় নতুন মডেল দেখতে আলাদা হবে বলে আভাস দিয়েছেন তিনি। 


কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন (২)- এ



  • ফ্লিপকার্ট লিস্টিং অনুসারে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে।

  • বলা হচ্ছে, এই ফোন ১০০ শতাংশ রিসাইকেলড অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি হতে চলেছে।

  • এর মধ্যে ৮০ শতাংশের বেশি ফোনের প্লাস্টিক কম্পোনেন্ট সাসটেনেবল হতে চলেছে। 

  • নাথিং ফোন (২) মডেলে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। 

  • তিন বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সফটওয়্যার আপডেট এবং চার বছরের সিকিওরিটি আপডেট যুক্ত থাকবে নাথিং ফোন (২) মডেলে। 


নাথিং ফোন (২)- এর ডিজাইন


একটি অফিশিয়াল টিজার ইমেজে সম্প্রতি দেখা গিয়েছে নাথিং ফোন (১)- এর মতোই নতুন ফোনে ট্রাস্পারেন্ট গ্লাস ব্যাক থাকতে চলেছে। এই নিয়ে অনেক মিমও তৈরি হয়েছে। দুই ফোনের ডিজাইন একই হওয়া নিয়ে মশকরা করেছেন নেটিজেনদের অনেকেই। সেই প্রসঙ্গেই জবাব দিয়ে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন যে দু'টি ফোনের ডিজাইন আলাদা হবে। অর্থাৎ নাথিং ফোন (১)- এর মতো হুবহু দেখতে হবে না নাথিং ফোন (২)। পরিবর্তন চোখে লক্ষ্য করা যাবে। রাউন্ডেড কর্নার থাকতে পারে নতুন ফোনে। এছাড়াও স্বল্প কার্ভড ফ্রন্ট এবং রেয়ার প্যানেল থাকতে পারে নাথিং ফোন (২)- এর মধ্যে। 


নাথিং ফোন (২)- এর সম্ভাব্য দাম


১১ জুলাই সন্ধে ৮টা ৩০মিনিটে শুরু হবে ভার্চুয়াল ইভেন্ট। সেখানে লঞ্চ হবে নাথিং ফোন (২)। এই ফোনের দাম ৪০ থেকে ৪৫ হাজার টাকার মধ্যে হতে পারে। নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। 


আরও পড়ুন- একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো