Nothing Phone (2): Nothing শীঘ্রই তার দ্বিতীয় ফোন Nothing Phone (2) লঞ্চ করতে যাচ্ছে। লঞ্চের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে কোম্পানি। লন্ডন ভিত্তিক টেক কোম্পানি নাথিং ফোনটির লঞ্চের সময় এখনও নিশ্চিত করেনি। তবে সাম্প্রতিক আপডেট বলছে, ফোনটি ব্রিটেনে গ্রীষ্মকালে লঞ্চ করা হবে। তবে মুক্তির সঠিক মাস এখনও প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে, আমরা আগামী সপ্তাহে ফোনের লঞ্চ সম্পর্কিত আরও তথ্য় সামনে আসবে।


নাথিং ফোন (২) সংক্রান্ত এসব তথ্য ফাঁস হয়েছে
নোথিং ফোন (2) নোথিং ফোন (1) এর মতোই স্বচ্ছ ডিজাইনের হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি সম্পূর্ণ স্বচ্ছ হবে না, তবে অন্যান্য স্মার্টফোনের তুলনায় এর ডিজাইন হবে অনন্য। যেমনটি আমরা নাথিং ফোন (1) এ দেখেছি। এছাড়াও, টেক কোম্পানি ঘোষণা করেছে-তারা ফোনটিকে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর দিয়ে বাজারে আনবে। এর জন্য কোয়ালকমের সঙ্গে জোট বেঁধেছে কোম্পানি। শোনা যাচ্ছে,ফোনের দাম নাথিং ফোন (1) এর চেয়ে বেশি হতে পারে। .


ভারতে কি নাথিং ফোন (2) লঞ্চ হবে?
নাথিং ফোন (1) ভারতে চালু হয়েছিল। সেক্ষেত্রে নাথিং ফোন (2) দেশেও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নাথিং ফোন (1) মিড-রেঞ্জ সেগমেন্টকে টার্গেট করেছে। ফ্লিপকার্টে সেল চলছে এবং সেলের মধ্যে খুব কম দামে নাথিং ফোন (1) বিক্রি হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ফ্লিপকার্ট সেলে নাথিং ফোন (1) 25,999 টাকায় কেনা যাবে, যার মধ্যে ব্যাঙ্ক অফারও রয়েছে।


Poco F5 সিরিজও শীঘ্রই চালু হবে
বাজারে নতুন স্মার্টফোন সিরিজ আনছে Poco। কোম্পানি Poco F5 এর গ্লোবাল লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Poco 9 মে বিশ্ব বাজারে Poco F5 সিরিজ লঞ্চ করতে চলেছে৷ কোম্পানি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট এবং 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত স্টোরেজ Poco F5-এ দিতে পারে৷ .


Google Pixel 7a: গুগল পিক্সেলের (Google Pixel Phone) নতুন ফোন পিক্সেল ৭এ (Google Pixel 7a) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ১১ মে এই ফোন লঞ্চ হবে দেশে। পিক্সেল ৬এ ফোনের সাকসেসর হিসেবে এই মডেল লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার এবং রঙ, দাম ও অন্যান্য তথ্য সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ১০ মে Google I/O ইভেন্টে পিক্সেল ৭এ ফোন প্রকাশ্যে আনবে কর্তৃপক্ষ। তার পরের দিন এই ফোন ভারতে লঞ্চের কথা রয়েছে। 


রও পড়ুন: Hero Vida V1 দাম কমাল হিরো, এক চার্জে যায় ১৬৫ কিলোমিটার