Tech News: আর কিছুদিনের অপেক্ষা, শীঘ্রই বিশ্বব্যাপী লঞ্চ হতে চলেছে  Nothing Phone 2 । তবে বাজারে আসার আগেই প্রকাশ্যে চলে এল
ফোনের অনেক বৈশিষ্ট্য। শীঘ্রই লঞ্চ হবে নাথিং ফোন ২। কোম্পানি লঞ্চের আগে মোবাইল ফোনের কিছু বিবরণ নিশ্চিত করেছে। জেনে নিন কী কী পাবেন মোবাইলে। শোনা যাচ্ছে, এবার নাথিং ফোন ২-তে একটি লাল আল থাকবে যা নোটিফিকেশনের সঙ্গে যুক্ত হতে পারে। 


Nothing Phone 2: এই বৈশিষ্ট্য পাওয়া যাবে ফোনে 
Nothing Phone 1 এর তুলনায় Phone 2-তে 0.15 ইঞ্চির একটি বড় স্ক্রিন পাওয়া যাবে। অর্থাৎ ফোন 2-তে 6.7 ইঞ্চি OLED স্ক্রিন পাওয়া যাবে যা 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। স্মার্টফোনটিতে একটি 4700 mAh ব্যাটারি থাকবে যা আগের থেকে আরও ভালো ব্যাটারি ব্যাকআপ দেবে। নাথিং ফোন ২-তে Snapdragon 8+ Gen 1 চিপসেট সাপোর্ট করবে না। এই তথ্য নিশ্চিত করেছে কোম্পানির সিইও। 


Tech News: এই স্মার্টফোনটি আগের থেকে অনেক বেশি পরিবেশ বান্ধব ও কোম্পানি ফোনের 28টি স্টিলের অংশে 90% রিসাইকেল করা স্টিল ব্যবহার করেছে। ফোনে অ্যালুমিনিয়াম সাইড ফ্রেম রয়েছে যা 100% পুনর্ব্যবহারযোগ্য।গ্রাহকরা ফোনে 3 বছর পর্যন্ত OS আপডেট ও 4 বছর পর্যন্ত নিরাপত্তা প্যাচ আপডেট দিচ্ছে। মোবাইল ফোনটির ক্যামেরা ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। 


Nothing Phone 2: এই দামেই লঞ্চ হতে পারে ফোন
Nothing Phone 1 কোম্পানি 32,999 টাকা দামে লঞ্চ করেছিল। শোনা যাচ্ছে, প্রায় 40 হাজার টাকায় নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে কোম্পানি। আপনি ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টফোনটি কিনতে পারবেন।মনে রাখতে হবে কোম্পানির প্রথম ফোন লঞ্চ করেই ক্রেতাদের নজর কেড়েছিল নাথিং। তাই এর দ্বিতীয় ফোন নিয়ে আগ্রহ রয়েছে গ্রাহকদের মধ্যে।


Tech News: এই ফোনটি ৮ জুন লঞ্চ হবে
Realme ৮ জুন ভারতে Realme 11 সিরিজ লঞ্চ করবে। কোম্পানি এই সিরিজে দুটি স্মার্টফোন লঞ্চ করবে। যার মধ্যে Realme 11 Pro এবং Realme 11 Pro Plus রয়েছে। দুটি স্মার্টফোনই একটি 6.7-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে পাবে যা 120hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং 950 nits এর সর্বোচ্চ উজ্জ্বলতার সঙ্গে  বাজারে আসবে। উভয় ফোনেই Octacore MediaTek Dimensity 7050 প্রসেসর সাপোর্ট করবে। Realme 11 সিরিজ মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে।


আরও পড়ুন : ChatGPT Update: মাসে ১০০ কোটি 'ইউনিক ইউজার', চ্যাটজিপিটির প্রস্তুতকারক ওপেনএআই ভাঙছে সব রেকর্ড