Nothing Phone 2a: ভারতে আগামী ৫ মার্চ লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a)। এটি সংস্থার তৃতীয় মডেল (Third Nothing Phone in Indian Market) হিসেবে দেশে লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলের দাম এর ঠিক আগে গতবছর জুলাই মাসে লঞ্চ হওয়া নাথিং ফোন ২ (Nothing Phone 2) - এর তুলনায় কম হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছে। এবার আসছে নাথিং ফোন ২এ। এই তৃতীয় মডেলে আগের দুই ফোনের মধ্যে ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল এবং সেখানে Glyph ইন্টারফেজের সাপোর্ট থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই Glyph ইন্টারফেজের সাপোর্ট থাকলে ফোনে কোনও ফোনকল, নোটিফিকেশন কিংবা অ্যালার্ট এলে ব্যাক প্যানেলে থাকা একটি এলইডি আলো ব্লিঙ্ক করে। আগের দুই ফোন অর্থাৎ নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ - এই দুই মডেলে এই ফিচার ছিল। তবে নাথিং ফোন ২এ মডেলে এই ফিচার থাকবে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। বরং ফাঁস হওয়া বিভিন্ন টিজার ইমেজে দেখা গিয়েছে নাথিং ফোন ২এ কালো রঙের রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হতে পারে। 


ভারতে নাথিং ফোন এ২- এর সম্ভাব্য দাম


এক্স মাধ্যমে টিপস্টার যোগ্রাশ ব্রার দাবি করেছেন ভারতে নাথিং ফোন ২এ- এর দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে নাথিং সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং ফোন ২০২৩ সালের জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৬,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৩৮,৯৯৯ টাকা। এর আগে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল দেশে। সেখানে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়েও। এই ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৫,৯৯৯ টাকা। 


নাথিং ফোন ২এ - এর সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। 

  • এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ বেসড NothingOS 2.5 এর সাহায্যে পরিচালিত হতে পারে।

  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত একটি OLED ডীসপ্লে থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ মডেল। 

  • এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপরে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেন৯ ফোন, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে? রইল তালিকা