Nothing Phone 2a: ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২এ। নাথিং সংস্থার তৃতীয় মডেল হিসেবে এই ফোন লঞ্চ হবে। এখনও যদিও লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সম্প্রতি নিশ্চিত ভাবে জানা গিয়েছে ভারতে লঞ্চের পর নাথিং ফোন ২এ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ - এর মতো ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলের পাশাপাশি কালো রঙেও লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। ডিসপ্লের উপরের বর্ডারের দিকে মাঝ বরার থাকতে চলেছে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সজ্জিত থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। নাথিং সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি জানিয়েছেন নাথিং ফোন ২এ ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। ফ্লিপকার্টে ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে রয়েছে 'কামিং সুন' ট্যাগ। তাই নাথিং ফোন ২এ মডেলের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এটা নিশ্চিত যে এই ফোন ভারতে লঞ্চ হবে এবং আর খুব বেশি দেরি নেই। 


নাথিং ফোন ২এ- এর মধ্যে কী কী ফিচার থাকতে পারে


শোনা গিয়েছে, এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে। নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এটি Samsung GN9 সেনসর হতে পারে। এর সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের JN1 ক্যামেরা থাকতে পারে। এছাড়াও মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে। এই ফোনের ডিসপ্লের উপরে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


ভারতে নাথিং ফোন ২এ কবে লঞ্চ হতে চলেছে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে চলতি মাসের শেষ পর্যায়ে রয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই অনুষ্ঠানে বার্সেলোনায় প্রথম প্রকাশ্যে আসতে পারে নাথিং সংস্থার তৃতীয় ফোন। তারপর তা লঞ্চ হতে পারে ভারত-সহ বিভিন্ন দেশে। 


আরও পড়ুন- ভারতে কবে থেকে বিক্রি শুরু হচ্ছে ওয়ানপ্লাস ১২আর ফোনের? কী কী অফার রয়েছে? দামই বা কত?