Smartphone: লন্ডনের কনজিউমার টেক ব্র্যান্ড নাথিং সম্প্রতি মঙ্গলবার জানিয়েছে যে তাঁদের সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন Nothing Phone 2a বাজারে আসার মাত্র ১ ঘণ্টার মধ্যেই ৬০ হাজার ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। আর এই বিপুল চাহিদার জন্য খুব কম সময়ের মধ্যে সোল্ড আউট হয়ে যাওয়ার নতুন রেকর্ড করে ফেলেছে এই সংস্থা।


Nothing Phone 2a: কী কী ভ্যারিয়ান্ট ছিল ?


নাথিং ২এ ফোনটি অফার প্রাইসে আজ মঙ্গলবার মাত্র ১৯,৯৯৯ টাকায় বিক্রি হতে দেখা যায় ফ্লিপকার্টে। বলা ভাল ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হয় এই ফোনের দাম। অনেকগুলি ভ্যারিয়্যান্ট রয়েছে এই ফোনের। ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। আবার রঙের ভ্যারিয়ান্টও ছিল, সাদা ও কালো এই দুই রঙে পাওয়া যাচ্ছিল এই ফোন।


Nothing Phone 2a: আসল দাম কত ? কত ছাড় ?


এই মাসের শুরুর দিকেই ভারতের বাজারে আসে নাথিং ফোন ২এ যা কিনা এই সংস্থার তৃতীয় ফোন। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২-এই দুটি মডেলও আগে ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। নাথিং ফোন ২এ মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৭,৯৯৯ টাকা নির্ধারিত ছিল।


Nothing Phone 2a: কী বিশেষ অফার ?


তবে একটি বিশেষ অফারে কথা ছিল ১২ মার্চ থেকে এই ফোন পাওয়া যাচ্ছিল ১৯,৯৯৯ টাকাতেই। এটি ছিল একটি স্পেশাল লঞ্চ অফার। ফ্লিপকার্ট থেকে এই ফোন HDFC ব্যাঙ্কের কার্ডে কেউ কিনলে ২০০০ টাকার ছাড় পেতেন আর তার উপর এক্সচেঞ্জে অর্থাৎ পুরনো ফোনের মডেল এক্সচেঞ্জ করে নাথিং ফোন ২এ কিনলে আরও ২০০০ টাকার ছাড় পাওয়া যেত ফোনের দামের উপর। খুব সীমিত সময়ের জন্য ছিল এই অফার।


এই অফারের জন্যেই মূলত এই বিক্রি এই ফোনের। ১ ঘণ্টার মধ্যেই লঞ্চ হওয়া মাত্র সারা দেশ জুড়ে ৬০ হাজার ইউনিট বিক্রি হয়ে যায় এই ফোন।  অ্যান্ড্রয়েড ১৪-র এই ফোনে রয়েছে ৫০ + ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও আইএস প্রযুক্তি সহ, ফ্রন্ট ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের। মাত্র ২০ মিনিটের মধ্যেই এই ফোনে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়।


আরও পড়ুন: iPhone 14: ৫০ হাজারেই পেয়ে যাবেন আইফোনের এই মডেল ! কোথায় মিলছে এত ছাড় ?