iPhone Discount: পুরনো মডেল, এক বছর আগেই বাজারে এসেছিল আইফোন ১৪। এবার সেই মডেলের দামেই অনেকটা ছাড় পাওয়া যাচ্ছে। অনেকটা সস্তা হয়েছে আইফোনের এই মডেল (iPhone 14)। ৫০ হাজার টাকাতেই এবার পেতে পারেন নতুন আইফোন ১৪ মডেলটি। কীভাবে ? কোথায় মিলছে এই বিপুল ছাড় ?


কোথায় মিলছে এই ছাড়


আমাজন ই-কমার্স সংস্থায় আইফোন ১৪ (iPhone 14) মডেলে মিলছে এই বিপুল ছাড়। আপনি যদি আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং নতুন মডেল কেনার ইচ্ছে সেভাবে না থাকে, তাহলে আমাজনের এই ছাড় মিস করবেন না। ৬০ হাজার টাকার মধ্যেই ঘরে আনতে পারবেন আইফোন। এমনকী পুরনো আইফোনের মডেল এক্সচেঞ্জ করলে দাম নেমে আসবে ৫০ হাজারে।


কত ছাড় দিচ্ছে, কত টাকায় পাওয়া যাবে


আমাজনের ওয়েবসাইটে এখন আইফোন ১৪ (iPhone 14) মডেলটি পাওয়া যাচ্ছে ৫৮,৯৯৯ টাকায়। আগে এই ফোনের দাম ছিল ৬৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি আমাজন আপনার পুরনো ফোনের মডেল এক্সচেঞ্জ করার সুবিধাও দিচ্ছে এই ফোন কেনার সময়। আর যদি আপনার কাছে আইফোন ১৩ থেকে থাকে যা আপনি বদলাতে চাইছেন তাহলে আপনি এই আইফোন ১৪-র দামে অতিরিক্ত ২৭ হাজার টাকা ছাড় পাবেন। আর আপনার কাছে যদি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আরও ৫ শতাংশ দাম কমে যাবে আইফোন ১৪-র। পুরনো মডেলের ফোন আপগ্রেড করে নেওয়ার এটাই সুযোগ।


আইফোন ১৪-র স্পেসিফিকেশন


আইফোন ১৪ মডেলে একটি ৬.১ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে আছে। এর উপরে রয়েছে সেরামিক শিল্ড প্রোটেকশন। অ্যাপেল সংস্থা এ১৫ বায়োনিক চিপসেট এর অন্যতম ফিচার্স। আইফোন ১৩ সিরিজে প্রথম এই চিপ (iPhone 14) দেখা গিয়েছিল। ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর এবং আরও একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত ক্যামেরা সেনসর রয়েছে এই মডেলে। এছাড়াও আইফোন ১৪-র ডিসপ্লের উপরে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। Face ID টেকনোলজি রয়েছে আইফোন ১৪-র ক্ষেত্রে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফোন লকের জন্য এই ফিচার রাখা হয়েছে। ২০১৭ সালে আইফোন এক্স মডেলে প্রথম দেখা গিয়েছিল এই ফিচার। তারপর থেকে সব আইফোনেই যুক্ত হয়েছে এই ফিচার।


আইফোন ১৫ সিরিজের ফোন বাজারে লঞ্চ করার পরেই আইফোন ১৩ ও আইফোন ১৪ মডেলের দাম কমছে ভারতে। গত বছরও নানা সময় বেশ কিছু অফারে দাম কমেছিল আইফোনের এই দুটি পুরনো মডেলের।


আরও পড়ুন: Agni 5 MIRV: একসঙ্গে ছ’জায়গায় আঘাত হানতে MIRV প্রযুক্তি, আগের চেয়ে আরও ধারাল অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র