Nothing Phone 3: নাথিং ফোন ২ - এর (Nothing Phone 2) সাকসেসর হিসেবে চলতি বছরে লঞ্চ হওয়ার কথা রয়েছে নাথিং ফোন ৩ (Nothing Phone 3)। সম্প্রতি এই ফোনের ভারতে কত দাম হতে পারে তা প্রকাশ্যে এসেছে। তবে নাথিং ফোন ৩ ভারতে কবে লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এর আগে নাথিং ফোন ২ লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাসে। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, হয়তো সাকসেসর মডেল নাথিং ফোন ৩- ও চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হতে পারে। কিন্তু নাথিং সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও বিশদে কিছু জানা যায়নি এখনও। 


কিন্তু সম্প্রতি নাথিং ফোন ৩- এর দাম ভারতে কত হতে পারে এবং এই ফোনে কী প্রসেসর থাকতে পারে, তার আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, নাথিং ফোন ৩ মডেলে থাকতে পারে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। আর ভারতে এই ফোনের দাম হতে পারে ৪০ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। 91Mobiles Hindi- র একটি রিপোর্ট থেকে এই দুই তথ্য জানা গিয়েছে। 


নাথিং ফোন ২ 


২০২৩ সাল অর্থাৎ গতবছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ২। এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ বেসড নাথিং অপারেটিং সিস্টেম ২.০ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে কোয়ালকমের ৪এনএম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। ভাল মানের মাইক্রোফোন এবং ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে নাথিং ফোন ২- এ। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোন দিয়ে দুর্দান্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের অপশন হিসেবে রয়েছে ফেস আনলক ফিচার। সংস্থার দাবি, ইউজারের মুখ ঢাকা থাকলেও তাঁকে চিনে নেবে নাথিং ফোন ২- এর ফেস আনলক ফিচার। এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের PPS ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৫ মিনিট। ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারও রয়েছে। সেক্ষেত্রে ফোনে পুরো চার্জ হতে সময় লাগবে ১৩০ মিনিট। এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে।  


আরও পড়ুন- লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির নতুন ট্যাব 'স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট ২০২৪', কী কী ফিচার রয়েছে?