Nothing Phones: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন। নাথিং সংস্থার এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট পাওয়া যাবে নাথিং সংস্থার এই দুই ফোনে। নাথিং ফোন ৩এ এবং নাথং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। প্রো ভ্যারিয়েন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। তার সঙ্গে ৩এক্স অপটিকাল এবং ৬এক্স ইন-সেনসর জুম সাপোর্ট রয়েছে।
ভারতে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোনের দাম কত
নাথিং ফোন ৩এ মডেলের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। কালো, নীল এবং সাদা রঙে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ মডেল।
নাথিং ফোন ৩এ প্রো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। কালো এবং ধূসর রঙে এই ফোন লঞ্চ হয়েছে।
নাথিং ফোন ৩এ ফোনের বিক্রি শুরু হচ্ছে ১১ মার্চ থেকে। অন্যদিকে নাথিং ফোন ৩এ প্রো ফোনের বিক্রি শুরু হচ্ছে ১৫ মার্চ থেকে। কেনার সময় ব্যাঙ্ক অফার পাবেন ক্রেতারা। প্রথম দিন বিক্রি শুরুর পর ক্রেতারা অতিরিক্ত ৩০০০ টাকা এক্সচেঞ্জ অফারও পাবেন। ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট মিনিটস, বিজয় সেলস, ক্রোমা এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে কেনা যাবে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন এ৩ প্রো- এই দুই ফোন।
নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই দুই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে ১৯ মিনিটে। আর ১০০ শতাংশ চার্জ হবে ৫৬ মিনিটে। এমনটাই দাবি করেছে নাথিং সংস্থা।
আরও পড়ুন- রিয়েলমি ১৪ প্রো লাইট ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে, দাম কত?