Nothing Phone: নাথিং সংস্থা মার্চ মাসের শুরুতেই দুটো ফোন লঞ্চ করতে পারে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ মার্চ এই দুই ফোন লঞ্চ হতে পারে। নাথিং ফোন ২এ- এর সাকসেসর হিসেবে নাথিং ফোন ৩এ মডেল লঞ্চ হতে চলেছে। এই বছর নাথিং সংস্থা একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে বলে আগেই শোনা গিয়েছে। আর তার আগে নাথিং কোম্পানি আরও তিনটি ফোন লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো মডেলের সঙ্গে একটি 'প্লাস' ফোনও লঞ্চ হতে পারে। অর্থাৎ নাথিং ফোন ৩এ প্লাস মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে, নাথিং ফোন ৩এ প্রো ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ধূসর রঙে নাথিং ফোন ৩এ প্রো লঞ্চ হতে পারে। তবে নাথিং কোম্পানি আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। 


নাথিং সংস্থার অন্যান্য ফোনের মতো Glyph ইন্টারফেস থাকতে পারে বলেই শোনা গিয়েছে। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেল স্বচ্ছ হবে। সেখানে ফোনে নোটিফিকেশন এলে আলো জ্বলবে। ফোন এলে, মেসেজ এলে, নোটিফিকেশন এলে ফোনের রেয়ার প্যানেলে আলো জ্বলে ইউজারকে সতর্ক করে দেওয়া হবে। অর্থাৎ অ্যালার্ট পাবেন ইউজাররা। 


নাথিং ফোন ৩এ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নেওয়া যাক 



  • নাথিং সংস্থার এই নতুন ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি AMOLED ডিসপ্লে হতে চলেছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে নাথিং ফোন৩এ মডেলে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

  • নাথিং ফোন ২এ- এর সাকসেসর মডেল নাথিং ফোন ৩এ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। 

  • একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে নাথিং ফোন ৩এ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (২এক্স অপটিকাল জুম), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

  • নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- দেশীয় কোম্পানির বাজেট ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম ১০ হাজারেরও কম