Nothing Phone 3: ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২ - এর সাকসেসর মডেল নাথিং ফোন ৩। আগামী ১ জুলাই এই ফোন ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। নাথিং ফোন ৩ - এর বিশেষত্ব হতে চলেছে এর ডিজাইন। এতদিন নাথিং সংস্থার যেসমস্ত ফোন লঞ্চ হয়েছে, সেগুলির ব্যাক প্যানেলে ছিল ট্রেডমার্ক Glyph ইন্টারফেস। তবে নতুন নাথিং ফোন ৩ মডেলে এই ডিজাইন ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে না বলেই শোনা গিয়েছে।
Glyph interface আসলে কী?
নাথিং ফোনের ক্ষেত্রে Glyph interface থাকার অর্থ ফোনের ব্যাক প্যানেলে বেশ কিছু আলোর স্ট্রিপ থাকবে যেগুলি ফোনে নোটিফিকেশন, অ্যালার্ট এলে জ্বলে উঠবে। নাথিং সংস্থার নতুন ফোনে এই ডিজাইন থাকবে না বলেই শোনা গিয়েছে। এক্স মাধ্যমের একটি পোস্টে নাথিং সংস্থা একটি টিজার প্রকাশ করেছে। সেই ছবিতে ফোনের রেয়ার প্যানেলের আংশিক ঝলক দেখা গিয়েছে। ডুয়াল টোন শেড থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে। কয়েকটি লাইট এবং দাগ দেখা যাবে এখানে। তবে যে ডিজাইনই থাকুক না কেন, Glyph interface থাকবে না। নাথিং কর্তৃপক্ষ ঘোষণা করেছে, নতুন ফোনের থেকে এই হার্ডওয়্যার ফিচার বাদ দেওয়া হচ্ছে।
নাথিং ফোন ৩ ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। অনুমান এই ফোনে ৫০০০ এমএএইচের থেকে বেশি ক্ষমতা যুক্ত শক্তিশালী ও বড় ব্যাটারি থাকবে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার কথা রয়েছে। একটি ফ্ল্যাগশিপ চিপসেটও থাকতে পারে নাথিং ৩ ফোনে।
নাথিং ফোন ২- এর থেকে দাম বেশি হতে চলেছে নাথিং ফোন ৩- এর। নাথিং ফোন ৩ লঞ্চ হতে পারে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম ভারতীয় মুদ্রায় হতে পারে আনুমানিক ৬৮ হাজার টাকা এবং ৭৭ হাজার টাকার আশপাশে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।
এর আগে ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন। নাথিং সংস্থার এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট পাওয়া যাবে নাথিং সংস্থার এই দুই ফোনে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে।