Nothing Phone 3a Lite : গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ। এবার আসছে ভারতেও। শোনা যাচ্ছে, নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লঞ্চ হতে পারে ভারতে। নাথিং ফোন ৩এ সিরিজে রয়েছে আরও দুই ফোন। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো। এই তালিকাতেই নাম জুড়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলের। ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে নাথিং সংস্থা যে তাদের নতুন মডেল নাথিং ফোন ৩এ লাইট, একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সিএমএফ ফোন ২ প্রো- এর সঙ্গে নাথিং ফোন ৩এ লাইটের ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। সাধারণত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের খুব বেশি অমিল থাকে না। ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইন, দামে বেশিরভাগ ক্ষেত্রে মিলই দেখা যায়। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ক্ষেত্রেও এমনটাই হবে বলে অনুমান করা হচ্ছে।
নাথিং সংস্থা আগেও ভারতে বিভিন্ন ফোন লঞ্চ করেছে। স্বচ্ছ ব্যাক প্যানেলের ডিজাইন এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। এই ব্যাক প্যানেলে রয়েছে বিশেষ আলোর ফিচার। ফোন এলে, নোটিফিকেশন এলে, আরও অনেক ক্ষেত্রেই এই আলো জ্বলে জানান দেয় ইউজারকে। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও নাথিং সংস্থার ফোনে এই স্পেশ্যাল ফিচার দেখা যাবে বলেই অনুমান করা হয়েছে। নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লাইট মডেল ভারতে লঞ্চ হবে শোনা গেলেও, নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
ভারতে বাড়ছে বাজেট ফোনের চাহিদা, সম্প্রতিও লঞ্চ হয়েছে একটি মডেল
এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও সস্তার এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই বেসড রেয়ার ক্যামেরা সেনসর। লাভা শার্ক ২ ৪জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অরোরা গোল্ড এবং ইক্লিপস গ্রে - এই দুই রঙে লাভা শার্ক ২ ৪জি ফোন লঞ্চ হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লাভা সংস্থা জানিয়েছে, তারা তাদের নতুন ফোনের ক্ষেত্রে 'ডোরস্টেপ আফটার সেল সার্ভিস' দেবে ইউজারদের।