CMF Phone: নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড CMF, প্রথমবার তাদের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভারতে, এমনই আভাস পাওয়া গিয়েছে। নাথিং- এর সাব-ব্র্যান্ড CMF ইতিমধ্যেই ওয়্যারলেস অডিও ডিভাইস দেশের বাজারে লঞ্চ করেছে। এই তালিকা রয়েছে একটি চার্জার এবং একটি ওয়ারেবল ফিটনেস ট্র্যকারও। এবার ভারতে লঞ্চ হতে চলেছে CMF ব্র্যান্ডের প্রথম ফোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে এই ফোনের মডেল নম্বর দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান যে শাওমির সাব-ব্র্যান্ড CMF- এর প্রথম ফোন ভারতে লঞ্চ হতে সম্ভবত আর বেশি দেরি নেই। তবে CMF - এর প্রথম ফোন দেশে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, নাথিং ফোন ২এ মডেলের মতো এই নতুন CMF ফোনও ভারতে লঞ্চ হবে অ্যাফোর্ডেবল দামে, অর্থাৎ আকাশছোঁয়া দাম হবে না এই ফোনের, ২০ হাজার টাকার মধ্যে হতে পারে। তবে CMF- এর প্রথম ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। CMF- এর প্রথম স্মার্টফোন পরিচালিত হতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরের সাহায্যে।
চলতি বছর মার্চ মাসে নাথিং ফোন ২এ ভারতে লঞ্চ হয়েছে
নাথিং ফোন ২এ মডেলের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। সাদা এবং কালো রঙে নাথিং ফোন ২এ ভারতে লঞ্চ হয়েছে।
এটি নাথিং সংস্থার তৃতীয় ফোন হিসেবে ভারতে লঞ্চ হয়েছে এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২ লঞ্চ হয়েছে ভারতে। নতুন লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর। এছাড়াও রয়েছে একটি AMOLED ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নাথিং সংস্থার নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। আগের দুই ফোনের মতো নতুন মডেলেও নাথিং সংস্থার অন্যতম জনপ্রিয় এবং পরিচিত Glyph Interface রয়েছে যেখানে তিনটি রঙের আলোর কনফিগারেশন লক্ষ্য করা যাবে।
নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ফোন দু'দিন চালু থাকবে বলে দাবি জানিয়েছে সংস্থা। এর পাশাপাশি নাথিং সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২৩ মিনিট। আর ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৯ মিনিট।
আরও পড়ুন- রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের World Champions Edition আসছে ভারতে, কবে লঞ্চ হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।