Redmi Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি (Redmi Note 13 Pro Plus 5G Phone) ফোনের World Champions Edition বা AFA Edition। সম্প্রতি এক্স মাধ্যমে শাওমি ইন্ডিয়ার (Xiaomi India) তরফে ঘোষণা করা হয়েছে আগামী ৩০ এপ্রিল রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের এই বিশেষ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হবে। Argentine Football Association (AFA)- এর সঙ্গে সংযুক্ত হয়ে ভারতে এই নতুন মডেল লঞ্চ করতে চলেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি (Xiaomi Sub Brand Redmi)। এক্স মাধ্যমে ফোনের রেয়ার প্যানেলের একটি ঝলক দেখতে পাওয়া গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের World Champions Edition নীল রঙে লঞ্চ হতে চলেছে। ফোনের রেয়ার প্যানেলের রং নীল হতে চলেছে। তার উপরে গোলাকার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ মডিউলের চারপাশে রয়েছে সোনালি বর্ডার বা আউটলাইন। এই ক্যামেরা ইউনিট থাকবে ফোনের ব্যাক প্যানেলের উপরে বাঁদিকের কোণে। আর ডানদিকে থাকতে চলেছে AFA লোগো। এই লোগো সোনালি এবং নীল রং মিশিয়ে তৈরি হবে। 






রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোন সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ্যে আসেনি এখনও। তবে এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সাধারণ রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের মতোই হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, টিপস্টার ঈশান আগরওয়াল রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস এডিশনের লাইভ ইমেজ শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে ফোনের রেয়ার প্যানেলের নীচের দিকের অর্ধেক অংশে লম্বালম্বি সাদা স্ট্রাইপ থাকবে। রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ আলট্রা প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট। আর রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট যেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 


আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির লাভা ও২ বাজেট ফোন, কিনতে পারে ৮ হাজার টাকার কমেই 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।