Google Translate: পরিবারের সঙ্গে কেদারনাথে (kedarnath) তীর্থ করতে গিয়েছিলেন এক মহিলা। পবিত্র স্থানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন বছর ৬৮-র ওই প্রবীণা। কিন্তু ভিড়ের মধ্যে পরিবারের থেকে আলাদা হয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। তবে ফের পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন তিনি, তাও আবার প্রযুক্তির সাহায্যে। গুগল ট্রান্সলেটরের (Google Translate) সাহায্যে ওই মহিলা খুঁজে পেয়েছিলেন নিজের পরিবারকে। জানা গিয়েছে, ওই মহিলা অন্ধ্র প্রদেশের বাসিন্দা। তেলুগু ভাষায় স্বচ্ছন্দ্য তিনি। কিন্তু হিন্দি বা ইংরেজিতে সেভাবে পারদর্শী নন তিনি। তাই পরিবারের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কারও সঙ্গেই তিনি যোগাযোগ করতে পারছিলেন না। কারণ সমস্যা হচ্ছিল ভাষার। আশপাশের কাউকেই তিনি বোঝাতে পারছিলেন না নিজের অসুবিধার কথা। সেই সময় কাজে লেগেছে গুগল ট্রান্সলেট। ওই মহিলা গুগল ট্রান্সলেটরে নিজের ভাষায় কথা বলেছেন। তা হিন্দি, ইংরেজিতে রূপান্তরিত হয়ে পৌঁছেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। এরপর ওই মহিলার পরিবারকে খুঁজে দিতে সাহায্য করেছেন তাঁরা। 


পিটিআই সূত্রে খবর, খারাপ আবহাওয়ার কারণেই পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে পড়েছিলেন ওই মহিলা। কেদারনাথ থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের এই পরিবারের সঙ্গে। প্রথমে পুলিশই উদ্ধার করে ওই মহিলাকে। পরিবারের কাউকে খুঁজে না পেয়ে স্বভাবতই সেই সময়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। পুলিশের সঙ্গেও সঠিকভাবে কথাবার্তা বলতে পারছিলেন না তিনি, বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা। হিন্দি, ইংরেজি বলতে না পারায় পুলিশকে কিছুই বোঝাতে পারছিলেন না ওই মহিলা। এরপর গুগল ট্রান্সলেটের সাহায্যে মহিলার কথাবার্তা বুঝে তাঁকে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন পুলিশকর্মীরা। 


Google Pixel 7a: ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। লঞ্চ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তবে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। সেক্ষেত্রে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম হবে ৩৯,৯৯৯ টাকা। চারকোল,স্নো এবং সি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ ফোন। 


আরও পড়ুন- খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?