কলকাতা: নিঃশব্দ ঘাতক। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য হয়তো এই তকমাটাই প্রযোজ্য।


সুনীল নারাইনের (Sunil Narine) মতো তাঁকে নিয়ে আইপিএলে (IPL 2023) জয়োধ্বনি নেই। লাসিথ মালিঙ্গার মতো প্রচারের আলোয় থাকেন না। তবু বল হাতে কামাল করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলে তাঁর ১৮৩ উইকেট হয়ে গিয়েছে। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। তবে যুগ্মভাবে। ডোয়েন ব্র্যাভোর সঙ্গে। ক্যারিবিয়ান তারকারও আইপিএলে ১৮৩ উইকেট রয়েছে। একটা সময় তিনিই ছিলেন শীর্ষে। এখন এসে গিয়েছেন চাহাল। ইকনমি রেট ব্র্যাভোর চেয়ে ভাল হওয়ায় চাহালই শীর্ষে।


আর এক উইকেট পেলেই এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন হরিয়ানার লেগস্পিনার। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই যে মাইলফলক স্পর্শ করবেন রাজস্থান রয়্যালসের স্পিনার।


বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের দোসরও।


একমাত্র ব্যতিক্রম চার নম্বর পিচ। যে বাইশ গজে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS)। যে উইকেটে অনেকটা পুরনো ইডেনের ছোঁয়া। যেখানে বল পড়ে কিছুটা থমকে আসছে। বল ঘুরছে। যে বাইশ গজে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন। নাইট শিবির থেকেও বলা হয়েছিল যে, পাঞ্জাবের ইনিংস ১৭৯ রানে আটকে দিতে পারাটাই জয়ের রাস্তা গড়ে দিয়েছিল।


পাঞ্জাব ম্যাচের ঠিক তিনদিনের মাথায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে খেলছে কেকেআর। ঘরের মাঠ ইডেনেই। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হবে নাইটদের। আর এই পরিস্থিতিতে পয়মন্ত সেই চার নম্বর উইকেটেই খেলতে চাইছে কেকেআর।


ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানালেন, চার নম্বর পিচেই কেকেআর বনাম রাজস্থান ম্যাচ হবে। বললেন, '৬ নম্বর পিচটি তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু জল দিতে পারিনি। বৃষ্টির পূর্বাভাস থাকায় উইকেটে আলাদা করে জল দিলে তা ভিজেও থাকতে পারত। তাই ঝুঁকি নিইনি। চার নম্বর পিচেই খেলা হবে।'


তবে কেউ কেউ আবার আশঙ্কা প্রকাশ করছেন, পিচ ব্যুমেরাং হবে না তো! কারণ, কেকেআরের স্পিন ত্রয়ী থাকলে, রাজস্থানের স্পিন ভাঁড়ারও সমৃদ্ধ। রয়েছেন আর অশ্বিনের মতো কিংবদন্তি, যুজবেন্দ্র চাহাল। সঙ্গে এম অশ্বিন। অ্যাডাম জাম্পা। নাইট ব্যাটারদেরও তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলেই মনে করছেন সকলে।


আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র