Indian Navy Recruitment 2022: ভারতীয় নৌবাহিনীতে ফায়ারম্যান সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিষয়ে জানতে ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইটে বিশদে বিবরণ দেখে নিন। এই পদে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে 60 দিনের মধ্যে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে।


Indian Navy Jobs 2022: কোন-কোন পদে হবে নিয়োগ ?
প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, এই নিয়োগ অভিযানের আওতায় ভারতীয় নৌবাহিনীতে 127টি পদে নিয়োগ করা হবে। যার মধ্যে ফার্মাসিস্টের 120টি, ফায়ারম্যানের 120টি ও পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের 6টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। দশম শ্রেণি উত্তীর্ণ হলেও ভারতীয় নৌবাহিনীতে এই পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।


Indian Navy Recruitment 2022: কাদের কত বেতন ?
এই নিয়োগের অধীনে ফায়ারম্যান পদে নিয়োগের জন্য প্রার্থীদের ফিটনেস পরীক্ষা ও নথি যাচাই হবে। ফার্মাসিস্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের  প্রতি মাসে 29200 টাকা থেকে 92300 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। একই সঙ্গে ফায়ারম্যান পদের জন্য নিযুক্তরা 19900 থেকে 63200 টাকা পর্যন্ত বেতন পাবেন। বাকি পেস্ট কন্ট্রোল কর্মীপদের জন্য প্রতি মাসে 18 হাজার থেকে 56900 টাকা পর্যন্ত বেতন পাবেন নিযুক্তরা।


Indian Navy Jobs 2022: চাকরিপ্রার্থীদের বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর বয়স 56 বছরের বেশি হওয়া উচিত নয়। সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার আগে, প্রার্থীদের বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের যোগ্যতা যাচাই করতে হবে । নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। সেখানেই ইন্ডিয়ান নেভির যাবতীয় চাকরি সংক্রান্ত বিবরণ দেখতে পারবেন।


আরও পড়ুন : CRIS Recruitment 2022: সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট পদে বাম্পার বিজ্ঞপ্তি, জানুন আবেদনের শেষ তারিখ


Education Loan Information:

Calculate Education Loan EMI