OnePlus 10 Pro: ওয়ানপ্লাস ১০ প্রো (OnePlus 10 Pro) ফোনের দাম ভারতে ৫০০০ টাকা কমেছে। চলতি বছর মার্চ মাসে এই ফোন দেশে লঞ্চ হয়েছিল। সেই সময় ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৬,৯৯৯ টাকা। এই ফোনের দাম কমেছে। ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সাকসেসর মডেল ওয়ানপ্লাস ১১ লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এই ফোন লঞ্চের কথা ঘোষণা হওয়ার পরেই ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের দাম কমেছে।


ভারতে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের দাম এবং উপলব্ধতা


ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এখন দাম ৬১,৯৯৯ টাকায়। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৬,৯৯৯ টাকায়। ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন। ফ্লিপকার্টে আবার এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৬০,৯৯৯ টাকা।


ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। ৫জি এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 12.1 UI out-of-the-box- এর সাহায্যে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13 আপডেটও ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য রিলিজ হয়েছে।

  • এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ Fluid AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।

  • ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াটের AirVOOC ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।


iPhone 12 


ফ্লিপকার্টে (Flipkart) চলছে অ্যাপেল ডে’জ সেল (Apple Days Sale)। এই সেলে আইফোন ১২ (iPhone 12)- র দামে রয়েছে ব্যাপক ছাড়। আইফোন ১২- র দাম ৫১ হাজার টাকা থেকে ৫৬ হাজার টাকার মধ্যে। তবে এই ফোন ফ্লিপকার্টের অ্যাপেল ডে’জ সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৪৭ হাজার টাকায়। এই ফোনে থাকছে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার। সেক্ষেত্রে আইফোন ১২ কেনা যাবে ৩০ হাজার টাকারও কমে।


দুরন্ত ছাড় আইফোন ১২- তে


বর্তমানে ফ্লিপকার্টের অ্যাপেল ডে’জ সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৪৮,৯৯৯ টাকায়। বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলের দাম এটা ধার্য করা হয়েছে। ফেডেরাল ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে ১০ শতাংশ অর্থাৎ ১৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে ফোনের দাম হবে ৪৭,৪৯৯ টাকা।


এছাড়াও আইফোন ১২- র বেস মডেলে রয়েছে ১৭,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এই অফার যুক্ত হলে আইফোন ১২- র দাম হবে ২৯,৯৯৯ টাকা। এই দামে ৫জি ফোন তাও আবার আইফোন পাওয়া সত্যিই বেশ ভাল অফার। আইফোন ১২- র অন্যান্য ভ্যারিয়েন্টেও রয়েছে ছাড়। এছাড়াও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৩ হাজার টাকায়। এখানে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট যুক্ত হবে।


আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ ৪জি, ফাঁস ফোনের দাম এবং র‍্যাম ও স্টোরেজ