কলকাতা: ওয়ানপ্লাস (OnePlus)সংস্থা তাদের নতুন ফোন ওয়ানপ্লাস ১০আরটি (OnePlus 10RT) ভারতের বাজারে লঞ্চের পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন সাইটে (BIS) এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে এই ফোনের মডেল নম্বর CPH2413। অতএব এই ফোন দেশে লঞ্চ হতে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। টিপস্টার মুকুল শর্মার মতে ওয়ানপ্লাস ১০আরটি ফোনে ১২০ হার্টজের অ্যামোলেড প্যানেল থাকতে পারে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১০আরটি ফোন।


সম্ভাব্য ফিচার


ওয়ানপ্লাস ১০আরটি ফোনে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে। ফোনের উপরে থাকতে পারে OxygenOS 12 লেয়ার। কালো এবং সবুজ রঙে ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শোনা গিয়েছে যে, ওয়ানপ্লাস ১০আরটি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।


ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি


সম্প্রতি ওয়ানপ্লাস সংস্থা ভারতে আরও একটি ফোন লঞ্চ করেছে। সেটি হল ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি। এই ফোনের দাম শুরু হচ্ছে ২৮,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটি ধার্য করা হয়েছে। এছাড়াও রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই ফোনের দাম ৩৩,৯৯৯ টাকা। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ চিপসেট, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। আগামী ৫ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে। গ্রে শ্যাডো এবং জেড ফগ- এই দুই রঙে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।


আরও পড়ুন- ভারতে ওপ্পো রেনো ৮ সিরিজের কোন কোন ফোন লঞ্চ হতে পারে? দাম-রঙ-স্টোরেজ, জানুন সম্ভাব্য খুঁটিনাটি তথ্য