Samsung Galaxy F04: প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ (SamsungGalaxy F04) ফোন। এই বাজেট স্মার্টফোন কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। ১২ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি। প্রাথমিক ভাবে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা ধার্য করা হয়েছে। এই ফোনে রয়েছে ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট। অর্থাৎ ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ। স্যামসাংয়ের নতুন ফোন ভারতে লঞ্চ হয়েছে jade purple এবং opal green- এই দুই রঙে। জানা গিয়েছে, ৭৪৯৯ টাকায় সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোন। অফার শেষ হয়ে গেলে এই ফোন কিনতে হবে ৯৪৯৯ টাকা দিয়ে। 


স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ১৬.৫৫ সেন্টিমিটারের একটি এইচডি প্লাস ডিসপ্লে। তার উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক পি৩৫ প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। র‍্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। 

  • ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। 


Poco C50: ভারতে লঞ্চ হয়েছে পোকো 'সি' সিরিজের (Poco C Series) ফোন পোকো সি৫০ (Poco C50)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। দুটো রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে AI ফিচার যুক্ত ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকো সি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। পোকো সি৫০ ফোন আদতে লঞ্চ হয়েছে রেডমি এ১+ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। 


পোকো সি৫০ ফোনের দাম এবং উপলব্ধতা


এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫০ ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। Country Green এবং Royal Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে পোকো সি৫০ ফোন। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১০ জানুয়ারি থেকে। শোনা যাচ্ছে, পোকো সি৫০ ফোনের বেস ভ্যারিয়েন্ট লঞ্চ অফার হিসেবে ৬৯৯৯ টাকার পরিবর্তে ৬২৪৯ টাকায় পাওয়া যাবে।