OnePlus Smartphone: ভারতে ওয়ানপ্লাসের ফোন বর্তমানে বেশ জনপ্রিয়। ওয়ানপ্লাস ১১ সিরিজে (OnePlus 11 Series) নতুন একটি ভ্যারিয়েন্ট যোগ করতে চলেছে সংস্থা। নতুন এই মডেলের নাম ওয়ানপ্লাস ১১ জুপিটার রক লিমিটেড এডিশন (OnePlus 11 Jupiter Rock Limited Edition)। এই ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে এমন একটি ফিনিশ বা ডিজাইন থাকতে চলেছে যা দেখে মনে হবে যেন বৃহস্পতি গ্রহের পৃষ্ঠদেশ। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার পালা ভারতের। তবে ভারতে এই ফোন কবে লঞ্চ হতে চলেছে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের এই ফোন এমন একটি উপকরণ ব্যবহার করে তৈরি হতে চলেছে যাকে বলা হচ্ছে 3D microcrystalline rock। এর সাহায্যে ফোন তৈরি হলে তা দেখে মনে হবে যেন বৃহস্পতির গ্রহের পৃষ্ঠদেশ। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে এই ফোন তৈরি করার জন্য প্রায় এক বছর ধরে গবেষণা চালিয়েছে তারা। তারপর তৈরি হয়েছে এই ফোনের স্পেশ্যাল রেয়ার প্যানেল। এর আগে এমন স্মার্টফোন আর কখনও তৈরি হয়নি।
ওয়ানপ্লাস ১১ জুপিটার রক লিমিটেড এডিশন
এই ফোন ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। এই ফোনের বাকি ফিচার এবং স্পেসিফিকেশন ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের মতো। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়ানপ্লাসের এই নতুন ফোনে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস AMOLED স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
iQoo Smartphone: আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে, এপ্রিল মাসেই এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো'র সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোন। চিনের ভ্যারিয়েন্টে ছিল ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এবার ভারতে লঞ্চের আগে এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। এপ্রিল মাসে আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে।
আরও পড়ুন- ইউটিউবে ভিডিও লাইক করে রোজগারের ফাঁদ ! পা দিলেই লক্ষ লক্ষ টাকা ক্ষতি