সত্যজিৎ বৈদ্য, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বিধায়ক পদ থেকে সরাতে হবে। এই দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পথে নামল সিপিএম। এলাকায় লাগানো হল পোস্টার।


পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবি: ‘চোর তাড়াও, বেহালা বাঁচাও।’ রবিবাসরীয় সকালে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে দেখা গেল এই দৃশ্য়। প্রাক্তন তৃণমূল মহাসচিবের নামে, দেওয়ালে পোস্টার সেঁটে  পথে নামল সিপিএম।  পোস্টারে লেখা- ‘পরিষেবা কোথায় পাই। এলাকায় বিধায়ক নাই। চোর বিধায়কের পদত্য়াগ চাই।’ গত বছরের ২৩ জুলাই, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। রাশি রাশি সোনার গয়না। তারপর থেকে আট মাসের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলেও এখনও তিনি বিধায়ক পদে বহাল।                                     


নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হলেও এখনও তিনি বিধায়ক পদে বহাল। সিপিএমের প্রশ্ন, এই অবস্থায় বিধায়কের শংসাপত্র ও অন্যান্য জরুরি পরিষেবা পেতে বেহালার মানুষ কি প্রেসিডেন্সি জেলের দরজায় মাথা ঠুকবেন? বিধায়ক তহবিলের টাকা সরকারি কোষাগারে পড়ে নষ্ট হোক, বেহালার উন্নয়ন স্তব্ধ হয়ে যাক, তা সাধারণ মানুষ চান না। তাই অবিলম্বে বিধায়কের অপসারণের দাবি তুলেছে তারা।


বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি: গত ১৮ই মার্চ নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরানোর দাবিতে, বেহালা পশ্চিমে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে সিপিএম। সেই লিফলেটেও লেখা ছিল – ‘চোর তাড়াও, বেহালা বাঁচাও।’এবার একই দাবিতে পোস্টার পড়ল বেহালা পশ্চিমের গড়াগাছি মোড়ে। সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে ছাপানো লিফলেটে লেখা হয়, আস্ত শিক্ষা দফতরটাই গারদের ভিতরে দাগী দুষ্কৃতীদের সঙ্গী।         


আরও পড়ুন: Raju Jha Murder Update:'মায়ের নামে রেজিস্ট্রেশন,' শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ