OnePlus 11R: গত বছর বাজারে এসেছিল ওয়ানপ্লাসের এই মডেল। ফ্ল্যাগশিপ কিলার এই মডেলের দাম এবার একধাক্কায় অনেকটা কমে গেল। ৪০ হাজার টাকা দামের মধ্যে ফোনের বিকল্প হিসেবে ওয়ানপ্লাসের (OnePlus Smart Phone) এই মডেল খুবই জনপ্রিয়। একবারে ৩০০০ টাকা দাম কমে গেল ওয়ানপ্লাস ১১আর মডেলের।
গত বছর চিনের এই স্মার্টফোন নির্মাতা সংস্থা ভারতের বাজারে এনেছিল ওয়ানপ্লাস ১১আর মডেলটি। দাম ছিল ৩৯,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজের মোবাইল ফোনের ভ্যারিয়্যান্টের দাম ৪০ হাজার টাকার মধ্যে, আর এছাড়া ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়্যান্টের দাম ছিল ৪৪,৯৯৯ টাকা।
দাম কমল ওয়ানপ্লাস ১১আর মডেলের
ওয়ানপ্লাসের (OnePlus Smart Phone) ৮ জিবি র্যামের ভ্যারিয়্যান্টের দাম আগে ছিল ৩৯,৯৯৯ টাকা এবং সম্প্রতি এই মডেলের দামই কমে গিয়েছে একধাক্কায় ২০০০ টাকা। এখন এই মডেল কিনতে গেলে খরচ হবে ৩৭,৯৯৯ টাকা। আবার অন্যদিকে ১৬ জিবি ভ্যারিয়্যান্টের দাম কমে গিয়েছে ৩০০০ টাকা। এখন এই ভ্যারিয়্যান্টের দাম ৪১,৯৯৯ টাকা। এখন আমাজন ই-কমার্স সাইটে এই ফোন মূলত দুটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে গ্যালাক্টিক সিলভার এবং সোনিক ব্ল্যাক।
কী স্পেসিফিকেশন আছে এই ফোনের ?
ওয়ানপ্লাস ১১আর ৫জি স্মার্টফোন ভারতের বাজারে এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে, ২৭৭২ × ১২৪০ পিক্সেল রেজোলিউশন, ১৪৫০ নিটস পিক ব্রাইটনেস, আর ১২০ হার্তজ এর রিফ্রেশ রেট থাকছে এই স্মার্টফোনে। ডিজাইনের দিক থেকে বা এক্সটিরিয়রের দিক থেকে কাটিং এজ রয়েছে আর তাঁর সঙ্গে ফ্রন্টে থাকছে পাঞ্চ হোল কাট আউট। Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, Oxygen OS 13-এর সফটওয়্যার এবং অ্যান্ড্রয়েড ১৩ থাকছে এই স্মার্টফোনে।
ব্যাটারির (OnePlus Smart Phone) কথা বলতে গেলে ৫০০০ এএমএইচ ব্যাটারি থাকছে ওয়ানপ্লাস ১১আর মডেলে। ক্যামেরার কোয়ালিটিও দুর্দান্ত। ৫০ মেগাপিক্সেলের সোনি প্রাইমারি ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ১২০ ডিগ্রি ২ মেগাপিক্সেল মাইক্রো সেনসর এই ফোনের অন্যতম চমৎকার বৈশিষ্ট্য। ফ্রন্ট ক্যামেরা আছে ১৬ মেগাপিক্সেলের। ওয়াইফাই ৬, জিপিএস, ব্লুটুথ ৫.৩ ইত্যাদি ফোনের স্পেসিফিকেশন। ফোনটি ৮.৭ মিমি পুরু ও এর ওজন ২০৪ গ্রাম।
তবে এই পুরনো মডেলের থেকে অনেকেই মনে করছেন ওয়ানপ্লাস ১২আর আপডেটেড মডেল কেনাই শ্রেয়। ৪০ হাজার টাকার বাজেটে ওয়ানপ্লাস ১২ আর মডেলটিও চলে আসে অনায়াসে।
আরও পড়ুন: Realme Smartphones: রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার পাবেন?