Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ ৫জি (Realme 12 5G) এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি (Realme 12 Plus 5G)- এই দুই ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ (Triple Rear Camera Unit) রয়েছে এই দুই ফোনেই। রিয়েলমির এই দুই ফোন পরিচালিত হবে Realme UI 5.0- এর সাহায্যে। রিয়েলমি ১২ ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এই দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ডায়নামিক র্যাম টেকনোলজির (Dynamic RAM Technology) সাপোর্ট যার সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া ইন্টারনাল স্টোরেজের মাধ্যমে ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
ভারতে রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি- এই দুই ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এই দুই ফোন, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কী কী অফার রয়েছে- জেনে নিন
- রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২১,৯৯৯ টাকা। নেভিগেটর বেজ এবং পায়োনিয়ার গ্রিন- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন।
- রিয়েলমি ১২ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। Twilight Purple এবং Woodland Green- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১২ ৫জি ফোন।
- আজ অর্থাৎ ৬ মার্চ লঞ্চের দিন থেকেই শুরু হবে রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি- এই দুই ফোনের বিক্রি। দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। আজ থেকে ১০ মার্চ পর্যন্ত এই দুই ফোনের দামে ছাড় পাবেন ক্রেতারা।
- রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের সঙ্গে ইন্ট্রোডাক্টরি অফার হিসেবে রিয়েলমি সংস্থা দিতে চলেছে রিয়েলমি বাডস টি৩০০ ইয়ারবাডসটি। অন্যদিকে রিয়েলমি ১২ ৫জি ফোনের সঙ্গে ক্রেতারা পাবেন রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩, একদম বিনামূল্যে।
আরও পড়ুন- ভারতে হাজির CMF নেকব্যান্ড প্রো, মাত্র ১০ মিনিটের চার্জে চলবে প্রায় ১৮ ঘণ্টা ! দাম কত