OnePlus Smartphone: গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ সিরিজ (OnePlus 12 Series)। সংস্থার তরফে জানানো হয়েছেওয়ানপ্লাস ১২ (OnePlus 12) এবং ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) এই দুই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ৫ ডিসেম্বর চিনে ওয়ানপ্লাস ১২ লঞ্চ হয়েছিল। এবার তা লঞ্চ হতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে। তালিকায় রয়েছে ভারতও। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ অর্থাৎ নতুন বছরের প্রথম মাসেই এই ফোন আসছে ভারতের বাজারে। এর সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২আর ফোন। ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে হবে ওয়ানপ্লাসের লঞ্চ ইভেন্ট। ভারতে ওয়ানপ্লাস ১২ এবং ওয়ানপ্লাস ১২আর- এই দুই ফোনের দাম কত হতে চলেছে তা জানা যাবে ওই ইভেন্টেই। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস ১২ ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এলেও ওয়ানপ্লাস ১২আর সম্পর্কে সেভাবে এখনও কিছু জানা যায়নি। শুধু শোনা যাচ্ছে এই ফোন সম্ভবত OnePlus Ace 3 মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। এই ফোন আসলে ওয়ানপ্লাস ১১আর মডেলের সাকসেসর। গেমারদের জন্য সাধারণ গেমিং ফোনের তুলনায় কিছুটা কম দামে ওয়ানপ্লাস ১২আর লঞ্চ করতে চলেছে সংস্থা।
চিনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১২ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড SuperVOOC চার্জিং সাপোর্ট।
- ওয়ানপ্লাস ১২ ফোনে প্রসেসরের সঙ্গে ২৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৮২ ইঞ্চির quad-HD+ LTPO OLED স্ক্রিন।
- এই ফোনে Hasselblad ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স Sony LYT-808 সেনসর রয়েছে। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও ওয়ানপ্লাস ১২ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ কবে লঞ্চ হতে চলেছে
ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ কবে লঞ্চ হবে তার দিন ঘোষণা হয়েছে। এবার জানা গেল কোথা থেকে এই সিরিজের ফোন কিনতে পারবেন আগ্রহীরা। জনপ্রিয় দুই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুটো থেকেই রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোন কেনা যাবে। রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস- এই তিনটি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৪ জানুয়ারি।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২? সঙ্গে লঞ্চ হবে আর কোন ফোন?