OnePlus Phones: ওয়ানপ্লাস ১৩ (OnePlus 13) চিনে লঞ্চ হতে চলেছে আগামী ৩১ অক্টোবর। ভারতেও লঞ্চ হবে এই ফোন। তবে কবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান করা হচ্ছে, সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে ওয়ানপ্লাস ১৩ ফোন ভারতে (OnePlus 13 India Launch) লঞ্চ হবে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। ওয়ানপ্লাস ১৩ ফোনের দাম ভারতে কত হতে পারে তা সঠিক ভাবে জানা না গেলেও প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে এই প্রসঙ্গে আন্দাজ করেছেন। এক্ষেত্রে উল্লেখ্য ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) ফোনের লঞ্চের সময় দাম ছিল ৬৯,৯৯৯ টাকা। এর থেকে ওয়ানপ্লাস ১৪- র দাম বেশ কিছুটা বেশি হবে বলেই অনুমান। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১৩ ফোনের বেস ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ৭৭ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। 


কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে, দেখে নিন একনজরে 



  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। এই প্রসেসরের গতি আগের চিপসেটের তুলনায় বাড়বে এবং এর সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন এআই ফিচার।

  • ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি QHD+ OLED ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

  • ওয়ানপ্লাস ১৩ ফোনে একটি শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট দেখা যেতে পারে। এর পাশাপাশি ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিং ফিচারের সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।

  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে ওয়ানপ্লাস ১৩ ফোনে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।

  • ওয়ানপ্লাস ১৩ ফোনে পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ বেসড OxygenOS 15- র সাহায্যে। ইউজাররা পাবেন স্মুদ সফটওয়্যার এক্সপিরিয়েন্স। 


কেমন হতে চলেছে ওয়ানপ্লাস ১৩ ফোনের ডিজাইন 


ডিজাইনের দিক থেকে ওয়ানপ্লাস ১৩ ফোন অত্যন্ত স্টাইলিশ একটি মডেল হতে চলেছে। এই ফোনে থাকতে চলেছে একটি মাইক্রো কোয়াড কার্ভড ডিসপ্লে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসরের সঙ্গে এই ক্যামেরা ইউনিটে থাকবে এলইডি ফ্ল্যাশ। এই এলইডি ফ্ল্যাশ থাকবে ছোট্ট চৌকো আকৃতিতে।