OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোন। নভেম্বর মাসে এই ফোন দেশে লঞ্চ হবে সেকথা শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ওয়ানপ্লাস ১৫ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। কোয়ালকমের একদম নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট থাকতে চলেছে এই ফোনে। ভারতে লঞ্চের পর অনলাইনে ওয়ানপ্লাস ১৫ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং সংস্থার অনলাইন স্টোর থেকে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকছে ওয়ানপ্লাস ১৫- র ভারতীয় ভ্যারিয়েন্টে। OxygenOS 16- র সাহায্যে পরিচালিত হবে ফোনটি। 

Continues below advertisement

ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন 

ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরে ওয়ানপ্লাসের নতুন DetailMax image engine- এর সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। চিনে ওয়ানপ্লাস ১৫ ফোন আগেই লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টে চিনে লঞ্চ হওয়া মডেলের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে বলে অনুমান করা হয়েছে। তবে নিশ্চিত ভাবে সব ফিচার এখনও জানা যায়নি। ভারতে ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চের দিন যত এগোবে, ফোনের ফিচার সম্পর্কে আরও বেশি তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। চিনের সংস্থার ফোন আগে চিনে লঞ্চ হয়। তারপরেই আসে ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশের বাজারে। এক্ষেত্রেও তাই-ই হতে চলেছে। ওয়ানপ্লাস ১৫ চিনে লঞ্চ হয়েছে ২৭ অক্টোবর। এবার আসছে ভারতে। বিশ্বের আরও কয়েকটি দেশেও ওয়ানপ্লাস ১৫ লঞ্চ হবে বলে জানা গিয়েছে। 

Continues below advertisement

ওয়ানপ্লাস ১৫ সিরিজের আরও একটি মডেল ভারতে লঞ্চ হতে পারে 

ওয়ানপ্লাস ১৩আর মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫আর ফোন। ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন গ্লোবাল মার্কেট এবং ভারতেও লঞ্চ হতে চলেছে। তবে অন্য নামে। ওয়ানপ্লাস ১৫আর নামে ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন। এই ফোনে ফ্ল্যাট AMOLED স্ক্রিন থাকতে চলেছে। একটি মেটাল ফ্রেম থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে ৭৮০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ওয়ানপ্লাস ১৫আর সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে ২ নভেম্বর। ওয়ানপ্লাস Ace ৬ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১৫আর ফোনের ফিচারের এবং স্পেসিফিকেশনের মিল থাকবে।